কলকাতা: তিনি ‘ক্যাপ্টেন কুল’৷ তাঁর বুদ্ধির ভেলকিতে বারেবারে ক্লিনবোল্ড হয়েছে প্রতিপক্ষ শিবির৷ তবে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিশুধু ক্রিকেট মাঠেরই সম্রাট নন, তাঁর আরও একটি সখ আছে৷ ক্রিকেট প্রেমীদের কাছে রাঁচির রিং রোড একটি অতি পরিচিত নাম৷ কারণ এখানেই রয়েছে মাহির সাধের ফার্ম হাউস৷ ২০১৭ সালে বিলাসবহুল এই ফার্ম হাউসটি বানান ধোনি। চোখ ধাঁধানো ফার্ম হাউসটির নাম রাখেন “কৈলাশপতি”।
আরও পড়ুন- হাঁটুর বয়সী মেয়ের প্রেমে হাবুডুবু রোনাল্ডোর, সারলেন বাগদান
রাঁচির রিং রোডে ভারতের প্রাক্তন অধিনায়কের এই খামারবাড়ির কথা প্রায় সকলেরই জানা। ৭ একর জমির উপর চোখ জুড়ানো মাহির ফার্ম হাউসে এতদিন শাক-সবজি, ফল, কড়কনাথ মুরগির চাষ করা হত। তবে এ বার সেই তালিকায় জুড়ল মাছ৷ সম্প্রতি জানা যায়, ৬-৭ মাস আগে নাকি ধোনির ফার্ম হাউসের পুকুরে ছোট মাছ ছাড়া হয়েছিল। শুরি হয় মাছ চাষ৷ সেই মাছ এখন বেশ বড়৷
ধোনির কৃষি পরামর্শক রোশন কুমার এক ওয়েবসাইটে জানান, মাহি নিজে আমিষ খাবার খেতে ভালোবাসেন। তাঁর স্ত্রী সাক্ষীরও আমিষ খাবার পছন্দের। রোশন কুমার আরও জানান, ৭ মাস আগে ধোনির একটি পুকুরে ৮ হাজার ছোট মাছ এবং আর একটি পুকুরে ৩ হাজার মাছের চাড়া ছাড়া হয়েছিল। ওই দুই পুকুরে ছাড়া রুই, কাতলা ও তেলাপিয়া প্রজাতির মাছ এখন বেড়ে উঠেছে। ওজনও মন্দ নয়৷ মাছগুলি ৫০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের৷ আর কিছু দিনের মধ্যেই ধোনির পুকুরে চাষ হওয়া মাছগুলি রাঁচি সহ আশেপাশের বিভিন্ন শহরে মাছের বাজারে বিক্রি করা হবে।
দীর্ঘদিন ধরেই দামী কড়কনাথ চিকেনের ব্যবসা করছেন ধোনি। বেশ রমরমিয়েই চলেছে তা৷ এবার এর সঙ্গে জুড়ল মাছের ব্যবসাও। এর আগে ধোনি নিজের ইন্সটাগ্রামে স্ট্রবেরি চাষের ছবি ও ভিডিয়ো শেয়ার করেছিলেন। নিজের ফার্ম হাউস থেকে স্ট্রবেরি তুলে খেতেও দেখা গিয়েছে মাহিকে। তাঁর ফার্ম হাউসে উৎপাদিত স্ট্রবেরি বিভিন্ন প্রান্তে রফতানি করা হয়৷ সেই ব্যবসাও বেশ ভালোই চলছে। ধোনির খামারবাড়িতে চাষ হওয়া সবজি-মুরগির ব্যবসার শ্রীবৃদ্ধি বেশ ঘটেছে৷ তবে আপাতত ধোনি ব্যস্ত চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে। ৩১ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আপাতত অনুশীলনেই জোর দিয়েছেন ক্যাপ্টেন৷ হলুদ জার্সিতে আরও একবার তাঁর ভেলকি দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>