ব্যর্থতার কান্নায় ভেঙে পড়লেন নেইমার, উচ্ছ্বাস ভুলে বন্ধুকে আলিঙ্গন মেসির

ব্যর্থতার কান্নায় ভেঙে পড়লেন নেইমার, উচ্ছ্বাস ভুলে বন্ধুকে আলিঙ্গন মেসির

রিও ডি জেনেইরো:  সবুজ ঘাসে ৯০ মিনিটের লড়াইয়ে তাঁর ছিলেন প্রতিপক্ষ৷ কিন্তু ম্যাচ শেষে বিজয়ী দলের সেনাপতি লিওনেল মেসির কাঁধে মাথা রেখেই কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলিয়ান তারকা নেইমার৷ গোটা টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করা অপারাজিত দলের ফিনিশিং হল পরাজয়ের গ্লানিতে৷ একদিকে মাঠ জুড়ে যখন বিজয়ী দলের উচ্ছ্বাস৷ মেসিকে শূ্ন্যে ছুড়ে চলছে আর্জেন্তিনার সেলিব্রেশন, তখন চোখের জলে ভাসলেন নেইমার৷ একদা বার্সেলোনা সতীর্থ ও কাছের বন্ধু নেইমারের ব্যর্থতার গ্লানি মুছতে হাত বাড়ালেন মেসি৷ 

আরও পড়ুন- কোপার ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা! ইতিহাস অনুযায়ী কার পাল্লা ভারী? দেখে নিন

গতবার চোটের কারণে ব্রাজিলের কোপাজয়ী দলের সদস্য হতে পারেননি নেইমার৷  রবিবার মারাকানায় ৯০ মিনিটের লড়াইয়ের পর জয়ের স্বাদ পায়নি ব্রাজিল৷ ব্যর্থতার কান্নায় মাঠেই দু’হাত দিয়ে কান্নায় মুখ ঢাকেন নেইমার৷ সান্ত্বনা দিয়ে বন্ধুকে জড়িয়ে ধরেন লিওনেল মেসি৷ মেসি এবং নেইমারের বন্ধুত্ব কারও অজানা নয়৷ তবে তাঁদের এই বন্ধুত্বই কোপা ফাইনাস নতুন ঝাঁঝ যোগ করেছিল৷ বন্ধুত্ব অটুট রেখে ফাইনালে আর্জেন্টিনাকেই চেয়েছিলেন নেইমার৷ তাঁর সেই স্বপ্ন পূরণ হলেও জয়ের স্বপ্ন পূরণ হল না৷ ২৮ বছর পর ডেফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা জয় আর্জেন্তিনার৷ সেই সঙ্গে জাতীয় জার্সিতে শাপমুক্তি ঘটল মেসির৷ আর্জেন্তিনার এই জয়ে উচ্ছ্বসিত গোটা বিশ্ব৷ 

আরও পড়ুন- কোপার ফাইনালে এই প্রথম মেসি বনাম নেইমার! দুই বন্ধুর দ্বৈরথের সাক্ষী থাকবে ফুটবল বিশ্ব

আন্তর্জাতিক খেতাব হাতছাড়া হওয়ায় স্বভাবতই হতাশ ১০ নম্বর জার্সিধারী নেইমার৷ ম্যাচের শেষে বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়েন তিনি৷ উচ্ছ্বাসের মধ্যেই বন্ধুর পাশে এসে দাঁড়ান মেসি৷ জড়িয়ে ধরেন বন্ধুকে৷ এক মুহূর্তে জয়, পরাজয়কে পিছনে ফেলে সারা বিশ্ব দেখল তাঁদের গভীর বন্ধুত্বকে৷ সব কিছু উর্ধ্বে উঠে এল নিবিড় বন্ধুত্ব৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =