বাইশ গজে সৌহার্দ! রিজওয়ানকে বুকে জড়িয়ে মন জিতলেন কোহলি

বাইশ গজে সৌহার্দ! রিজওয়ানকে বুকে জড়িয়ে মন জিতলেন কোহলি

দুবাই:  রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে লজ্জার হার ভারতের৷ পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার হয়েছে কোহলি বাহিনীর৷ সেই সঙ্গে লেখা হয়েছে লজ্জাজনক এক অধ্যায়৷ বিশ্বকাপে এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হল ভারত৷ টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে মন ভেঙেছে ভারতীয় দর্শকদের৷ কিন্তু সব শেষে একটি দৃশ্য মন জয় করে নিয়েছে আপামর ভারতীয় সমর্থকদের৷ আর সেটা হল ম্যাচের শেষে রিজওয়ানের সঙ্গে কোহলির সৌহার্দ বিনিময়৷ রিজওয়ান ও কোহলির আলিঙ্গনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

আরও পড়ুন- আগামী বছর IPL-এ ধোনিকে ছেড়ে দেবে চেন্নাই সুপার কিংস? কী বললেন CSK কর্তা

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ভারত৷ মাত্র ১৫২ রানের লক্ষ্যমাত্রা রাখে পাকিস্তানের বিরুদ্ধে৷ সেই রান তাড়া করতে নেমে বিনা উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় দুই পাকিস্তানি ওপেনার৷ ম্যাচের শেষে দেখা যায় মহম্মদ রিজওয়ানকে জড়িয়ে ধরেছেন ক্যাপ্টেন  কোহলি৷ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটারদের মধ্যে এই সৌহর্দ বিনিময়েই নিশ্চিত ভাবেই বড় পাওনা৷ যদিও অনেকেই আবার এই ঘটনায় নাখুশ৷ ম্যাচে হেরে বিরাট কেন হাসিমুখে রিজওয়ানকে জড়িয়ে ধরলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷ 

তবে অধিকাংশ মানুষই এই সৌহার্দকে কুর্নিশ জানিয়েছেন৷ অধিকাংশ ইউজার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কোহলি এবং রিজওয়ানের মধ্যে এক দারুণ মুহূর্ত!’ এক নেটিজেন ফেসবুকে লিখেছেন, ‘এই ছবি ক্রিকেট এবং স্পোর্টসম্যানশিপের প্রতি আমার বিশ্বাস গড়ে দিল।’  আবার অপর এক নেটিজেনের কথায়, ‘কতবার হৃদয় জিতবেন কোহলি?’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও ট্যুইট করা হয়৷ লেখা হয়, ‘স্পিরিট অফ ক্রিকেট।’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + nine =