আগামী বছর IPL-এ ধোনিকে ছেড়ে দেবে চেন্নাই সুপার কিংস? কী বললেন CSK কর্তা

আগামী বছর IPL-এ ধোনিকে ছেড়ে দেবে চেন্নাই সুপার কিংস? কী বললেন CSK কর্তা

চেন্নাই: আইপিএল-এর আগামী মরশুমে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে কি দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে৷ যদিও চেন্নাই সুপার কিংসের এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে,  আগামী বছরও হলুদ জার্সি গায়ে ২২ গজে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। মাহিকে পেতে প্রথম রিটেনশন কার্ড ব্যবহার করা হবে।

আরও পড়ুন- বয়স মাত্র ২৯, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রঞ্জিজয়ী ক্রিকেটার

চেন্নাই সুপার কিংসের ওই কর্তা আরও জানিয়েছেন, আইপিএলের নিলাম শুরু হলেই সর্বপ্রথম ধোনিকেই ‘রিটেন’ করা হবে। অর্থাৎ ধোনিকে ছাড়ছে না চেন্নাই। তিনি বলেন, ‘রিটেনশন’ হবে তা নিশ্চিত। কিন্তু কতজনকে রিটেন করা হবে তা এখনও স্পষ্ট নয়৷ তবে আর যাঁকেই রিটেন করা হোক না কেন, প্রথম রিটেনশন কার্ড মাহির জন্যেই ব্যবহার করা হবে। এই জাহাজের জন্য অধিনায়কের প্রয়োজন আছে৷ এটা একেবারেই নিশ্চিত যে আগামী বছর উনি ফিরে আসছেন।

জাতীয় দলের অধিনায়ত্ব ছেড়েছেন অনেক দিন হল৷ কিন্তু তিনি যে আইপিএল থেকে এখনই বিদায় নিচ্ছেন না, সে কথা স্পষ্ট করে দিয়েছেন মাহি৷ তিনি বলেন, ‘এটা বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ডের) উপর নির্ভর করছে। দুটি নতুন দল আসছে৷  আমাদের ঠিক করতে হবে সিএসকের জন্য কোনটা ভালো হবে। প্রথম তিন বা চারের মধ্যে আমি থাকব কিনা,  বিষয় সেটা নয়। শক্তিশালী কোর দল ধরে রাখাটাই বিষয়৷ যাতে ফ্র্যাঞ্চাইজিকে ভুগতে না হয়। কোর দলের ক্ষেত্রে দেখতে আগামী ১০ বছর দলের জন্য কাদের অবদান সবচেয়ে বেশি হবে৷’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *