ICC-র গুরুত্বপূর্ণ পদে জয় শাহ! ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থেকে গেলেন সৌরভ

ICC-র গুরুত্বপূর্ণ পদে জয় শাহ! ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থেকে গেলেন সৌরভ

নয়াদিল্লি: বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারিত সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এই নিয়ে কম সমালোচনা, তর্ক-বিতর্ক হয়নি৷ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে তথা বিসিসিআই সচিব জয় শাহকে আইসিসি-র অর্থ এবং বাণিজ্য কমিটির প্রধান করা নিয়ে শুরু হল বিতর্ক৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউড় হতেই নেটিজেনদের রোষের মুখে অমিত পুত্র। অনেকে আবার পরিবারতন্ত্র নিয়ে তোপ দেগেছে। গত বছর পর্যন্ত এই কমিটির সদস্য ছিলেন মহারাজ৷ এবার তাঁর জুতোতেই পা গলালেন জয় শাহ। এদিকে,  ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থেকে গেলেন সৌরভ৷ 

আরও পড়ুন- সিডনিতে পাকিস্তান ম্যাচে ভাইরাল ‘মিস্ট্রি গার্ল’! কে এই রহস্যময়ী তরুণী?

সূত্রের খবর, বিসিসিআই-এর কোনও প্রতিনিধি আইসিসি-র সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিনান্স ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির মাথায় বসতে চলেছেন। এই কমিটির মাধ্যমেই বিভিন্ন দেশে অর্থ ও সুযোগ-সুবিধা দেওয়া হয়। এতদিন বিসিসিআই-এর অংশ ছিল না। প্রথমে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম এই কমিটিতে বসেন। এবার জয় শাহ এই পদে বসতে পারেন বলে সূত্রের খবর৷

এদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবারতন্ত্র সম্পর্কিত বিবৃতির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক ইউজার লিখেছেন, ‘‘এলন মাস্কের থেকে কিছু তো শেখো। সোজা আইসিসিকেই কিনে নাও না!’’ অপর এক ইউজার  লিখেছেন, ‘‘জয়কে অর্থ দফতরের শীর্ষকর্তা করে দাও।’’  কেউ আবার লিখছেন, ‘‘পরিবারতন্ত্রের বিরুদ্ধে নরেন্দ্র মোদী বারবার সোচ্চার হলেও এই বিষয়গুলি তাঁর নজরে আসে না৷’’