নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে এমন একটা সময় ছিল, যখন মহিলা ক্রিকেটকে বামন বলে ভাবা হত৷ সেভাবে গুরুত্ব পেত না ‘ওমেন ইন ব্লু’-রা৷ একজন মহিলা ক্রিকেটারের নাম বলতে গিয়ে হোঁচট খেতেন অনেকেই৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধ্যান ধারণা অনেকটাই বদলে গিয়েছে৷ মহিলা ক্রিকেটেও এসেছে জৌলুস৷ দেশের হয়ে মাঠে নামা ‘ওমেন ইন ব্লু’-দের নিয়ে উচ্ছ্বাসে ভাসনে ক্রিকেটপ্রেমীরা৷ ভারতের সেই সকল ক্রিকেট সমর্থকদের জন্য এবার আরও একটা খুশির খবর। ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করতে চলেছে ভারত। মঙ্গলবার আইসিসির তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে ২০২৪ সালে বাংলাদেশ এবং ২০২৬ সালে ইংল্যান্ডে বসবে এই বিশ্বকাপের আসর। স্বাভাবিকভাবেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার এই ঘোষণায় এখন সাজ সাজ রব বিসিসিআইয়ের অন্দরে।
আরও পড়ুন- কমনওয়েলথের আগেই বড় ধাক্কা ভারতের, চোট পেয়ে ছিটকে গেলেন নীরজ
২০২৪-২৭ পর্যন্ত আইসিসির ইভেন্টগুলির আয়োজক দেশের নাম ঘোষণা করেছে আইসিসি৷ এই চার বছরে আইসিসির ইভেন্টগুলি আয়োজনের দায়িত্ব পেয়েছে যথাক্রমে ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা৷ ২০২৪ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজন করবে ইংল্যান্ড৷ ২০২৭ সালের মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্টিং রাইটস দেওয়া হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে। এক্ষেত্রে আয়োজন দেশগুলিকে টুর্নামেন্টে কোয়ালিফাই করতে হবে। তবেই এই রাইটস ধরা রাখা যাবে।
২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। আইসিসি বোর্ড সাব কমিটির তত্ত্বাবধানে এই বিডিং প্রসেস সম্পন্ন হয়েছে৷ যেখানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৫ সালে মহিলা একদিবসীয় বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমরা ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার জন্য মুখিয়ে ছিলাম। দায়িত্ব পেয়ে আনন্দিত৷ বিডিংয়ের মধ্যে দিয়ে আমরা এই রাইটস পেয়েছি। এর আগে ২০১৩ সালে ভারত মহিলা বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছিল। এর পর দীর্ঘ ৯ বছরে দেশের ক্রিকেটে একাধিক পরিবর্তন এসেছে। মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা অনেকটা বেড়েছে। বিসিসিআই আইসিসির সঙ্গে জোট বেঁধে কাজ করবে। আইসিসির সমস্ত যোগ্যতামান পূরণ করা হবে।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>