আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই অনুষ্ঠিত হতে চলেছে ২২ তম কমনওয়েলথ গেমস। কিন্তু এই প্রতিযোগিতা শুরুর আগেই বড়োসড়ো ধাক্কা খেল ভারত। চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। প্রসঙ্গত গত রবিবারই বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন নীরজ। ফলে আগামী কমনওয়েলথ গেমসেও তাঁর কাছ থেকে বড় কিছু আশা করছিল দেশ। এক্ষেত্রে বলে রাখা ভালো ২০১৮-এর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন নীরজ। ফলে এমন এক সফল প্রতিযোগীর প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া দেশের জন্য নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক।
জানা যাচ্ছে, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পেয়েছিলেন নীরজ। এখনো তা পুরোপুরি সারেনি। আর তাই আগামী ২০২২-এর কমনওয়েলথ গেমসে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। মঙ্গলবার সকালে বিষয়টি সকলের সামনে এনেছেন সেক্রেটারি জেনারেল রাজিব মেহতা। তাঁর কথায়, ‘২০২২ সালের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে পারবেন না নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট লাগার কারণে এখনো তিনি পুরোপুরি ফিট হননি। সম্প্রতি তিনি আমাদের সে কথাই জানিয়েছেন।’
উল্লেখ্য, গত রবিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জিতে কার্যত ইতিহাস গড়েছেন নীরজ। এই প্রথম এই প্রতিযোগিতায় পদক জিতলেন ভারতের কোন পুরুষ প্রতিযোগী। তবে এদিন ফাইনালে থ্রোয়ের ঠিক আগের মুহূর্তেই পড়ে যান নীরজ এবং তাতেই তাঁর কুঁচকিতে চোট লাগে। এই চোটের কারণেই আগামী কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন ভারতের গর্ব এই প্রতিযোগী।