ফের ফিরবেন মহারাজ, বললেন, ‘থেমে থাকব না’

ফের ফিরবেন মহারাজ, বললেন, ‘থেমে থাকব না’

কলকাতা: বিসিসিআই সভাপতির পদ থেকে সরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সভাপতি পদে তাঁর মেয়াদ এখনও ফুরোয়নি৷ কিন্তু, বোর্ডের সভায় ঠিক হয়ে গিয়েছে, সৌরভ আর এই পদে থাকছেন না৷ তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন ’৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি৷ সচিব পদে জয় শাহ। বোর্ডের পদাধিকারীদের মধ্যেও অদলবদল হচ্ছে। ক্রিকেটীয় জীবনে বহু উত্থান-পতন দেখেছেন সৌরভ৷ যতবার পড়েছেন, ততবারই উঠে দাঁড়িয়েছেন। সহজে হাল ছাড়ার পাত্র তিনি নন৷ এ বারও সেই ইঙ্গিত দিয়ে রাখলেন মহারাজ। তবে এই প্রত্যাবর্তন প্রশাসনে কী না,  তা স্পষ্ট নয়। বরং তাঁর বার্তা, এ বার ‘অন্য দিকে’ এগোবেন…।

আরও পড়ুন- মুখে হঠাৎ প্রধানমন্ত্রীর নাম, প্রত্যাবর্তনের কী ইঙ্গিত দিলেন সৌরভ

বৃহস্পতিবার কলকাতায় বন্ধন ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ‘আমি এতদিন প্রশাসনে ছিলাম, এ বার অন্যদিকে এগোব। জীবনে যে কাজই করি না কেন,  দেশের হয়ে খেলার দিনগুলিই আমার কাছে সেরা। এত দিন বিসিসিআই সভাপতি ছিলাম…এ বার আরও বড় দিকে এগোব। সারা জীবন প্লেয়ার থাকা যায় না। তেমনই সারা জীবন প্রশাসকও থাকা যায় না। আমি কোনও দিনই অতীতে বিশ্বাসী নই। তবে একথাটাও মানি যে, কেউ এক দিনে আম্বানি কিংবা নরেন্দ্র মোদী হয়ে উঠতে পারেন না। দীর্ঘ দিনের পরিশ্রমেই সেই জায়গায় পৌঁছানো যায়।’’

এত দিন বোর্ডকে নেতৃত্ব দিলেও তাঁর কাছে সেরা জাতীয় দলকে নেতৃত্ব দেওয়াটা। সেই অভিজ্ঞতা ভাগ করে নেন প্রাক্তন অধিনায়ক৷ তিনি বলেন, ‘সে সময় ভারতীয় দলে ছ’জন নেতৃত্ব দিচ্ছিলেন। রাহুলকে (রাহুল দ্রাবিড়) এক দিনের দল থেকে প্রায় ছেঁটে ফেলা হচ্ছিল। ওঁর পাশে দাঁড়িয়েছিলাম। একাদশ বাছাইয়ের ক্ষেত্রেও সকলের পরামর্শ নিয়ে চলতাম। দলের মধ্যে এই বিষয়গুলো নজর এড়াত না। আমি কত রান করেছি, সেটা বড় কথা নয়। লোকে আমাকে নানা কারণে মনে রেখেছে। অধিনায়ক হিসেবে সেগুলো আমার কর্তব্য ছিল।’