কলকাতা: বিসিসিআই থেকে তাঁর বিয়োগ ঘটেছে। নতুন বোর্ড প্রেসিডেন্ট যে প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি হচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। এই অবস্থায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিরাট আলোচনা চলছে দেশজুড়ে। তিনি কি রাজনীতির শিকার হয়েছেন, এই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যদিও খোদ ‘দাদা’ এই ইস্যুতে কথা না বললেও প্রত্যাবর্তনের একটা বড় ইঙ্গিত দিয়ে রাখলেন। একই সঙ্গে তাঁর মুখ থেকে শুনতে পাওয়া গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম।
আরও পড়ুন-বিশ্বের এমন কিছু দেশ যাদের নিজস্ব কোনও মুদ্রাই নেই! জানুন ৬ দেশের অজানা কাহিনি
এক বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তাঁর সাফল্যের কথা তুলে ধরলেন। তিনি জানান, ছোট ছোট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হয়। এক লাফে সাফল্যে পৌঁছে যাওয়া যায় না। কেউ একদিনে সচিন তেন্ডুলকর হয় না। নরেন্দ্র মোদী হয় না। এই প্রেক্ষিতেই তিনি নিজের প্রেসিডেন্ট সময়কালের সাফল্যের কথা বলেন। কোভিড কালে আইপিএল অনুষ্ঠিত করা, ভারতীয় মহিলা দলের কমনওয়েলথের সাফল্য কিন্তু তাঁরই প্রেসিডেন্ট সময়কালে, মনে করান সৌরভ। যদিও তিনি এটাও জানান, কেউ চিরদিন খেলোয়াড় থাকতে পারে না, আবার চিরদিন প্রশাসক হয়েও থাকতে পারে না।
তাহলে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভারতীয় ক্রিকেটের মহারাজ নিজে জানিয়েছেন, তাঁর নিজের ওপর ভরসা আছে এবং তিনি আরও বড় দায়িত্ব পালনের লক্ষ্য নিয়েছেন। এই মন্তব্যের পরেই জল্পনা বেড়েছে তাহলে কি সৌরভ আইসিসি-তে যাচ্ছেন? যদিও সেই নিয়ে প্রত্যক্ষভাবে এখনও কিছুই জানা যাচ্ছে না।