ফাইনালে হারতেই উত্তাল ফ্রান্স, ফুটবল প্রেমীদের সামলাতে চলল পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস

ফাইনালে হারতেই উত্তাল ফ্রান্স, ফুটবল প্রেমীদের সামলাতে চলল পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস

2e5e8b85570e1477baf923ed65cb55aa

প্যারিস: ফিফা বিশ্বকাপ ফাইনালে ঘাম ঝরানো উত্তেজনার পর জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা৷ পেনাল্টি শুটআউটে হেরে যায় ফ্রান্স৷ এদিকে এমবাপেরা হারতেই ফ্রান্স জুড়ে দফায় দফায় বিক্ষোভ দেখালেন সমর্থকরা৷ পরিস্থিতি সামাল দিতে লাঠি চালাতে হল পুলিশকে। তাঁদের ছত্রভঙ্গ করতে ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল৷ বিশ্বকাপে পরাজয় মানতে না পেরে রাতেF উত্তাল হয়ে উঠল গোটা দেশ।

আরও পড়ুন- অনিশ্চিত ছিল ফুটবল জীবন, উচ্চতা নিয়ে শুনতে হত কটূ কথা, সেই মেসির হাতেই আজ বিশ্বকাপ

আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফ্রান্সের৷ ম্যাচ গড়ায় টাইব্রেকারে৷ তবে জিততে পারেননি তাঁরা। তবে শেষ হাসি হেসেছেন লিওনেল মেসির আর্জেন্টিনা। এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না ফ্রান্সের সমর্থকরা। রবিবার রাতেই রাজধানী প্যারিস-সহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত ফুটবল ভক্তদের হঠাতে লাঠিচার্জ করতে হল পুলিশকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উত্তাল রাজপথের টুকরো টুকরো ছবি৷

বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য প্যারিস বা অন্য কোনও শহরেই ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি ফ্রান্স সরকার। ফলে রাস্তায় ভিড় জমাতে পারেননি দর্শকরা। তবে রবিবাসরীয় রজনীতে ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন সমর্থকরা। বিশ্বকাপ হাতছাড়া হতেই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন৷ বেশ কয়েকজন বিক্ষোভকারী ফুটবল অনুরাগীকে গ্রেফতার করেছে পুলিশ৷