×

দীর্ঘদিনের অসুস্থতার কাছ হার, প্রয়াত প্রাক্তন ফুটবলার তুলসীদাস বলরাম 

 
balaram

কলকাতা: ভারতের প্রাক্তন ফুটবলার তুলসীদাস বলরাম প্রয়াত। বৃহস্পতিবার দুপুরে মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই রোগে ভুগছিলেন তিনি। শেষে বিছানা ছেড়েও উঠতে পারতেন না। জীবন যুদ্ধের এই লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন বলরাম। কলকাতা ময়দান হারাল তাঁর আরও এক মাঠ কাঁপানো সন্তানকে। 

আরও পড়ুন- কিছুই করে না, উস্কানি দেয়! কাজ নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

গত বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তুলসীদাস বলরাম। তারপর তাঁর সঙ্গে একবার হাসপাতালে গিয়ে দেখা করে আসেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে শেষ বেলায় তাঁর যে শারীরিক কোনও উন্নতি হয়নি এটা জানা গিয়েছিল। প্রতিদিন খোঁজ নেওয়ার মতোও কেউ ছিল না। অবশেষে জীবনের লড়াইয়ে হাল ছেড়ে দিলেন তিনি। এক সময় তাঁকে বলা হত ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার। সেই ফুটবলার আজ কলকাতা ময়দান চিরতরে ছেড়ে চলে গেল। 

১৯৫৬ সালে ভারতে যে দল অলিম্পিকে ফুটবল খেলেছিল, সেই দলের শেষ জীবিত সদস্য ছিলেন বলরাম। পি কে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামীর সঙ্গে তাঁর নাম উচ্চারিত হত, তারা ছিলেন অভিন্নহৃদয়ের বন্ধুও। আজ বলরামের মৃত্যুতে এই ত্রয়ীর যুগেরও অবসান হল।   

From around the web

Education

Headlines