কিছুই করে না, উস্কানি দেয়! কাজ নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

কলকাতা: পঞ্চায়েত ভোটের আর বেশি দিন বাকি নেই। তার আগে জঙ্গলমহলে নজর রাজ্য সরকারের। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন পশ্চিম মেদিনীপুর জেলায়। রাজ্য সরকার জেলার কল্যাণে কী কী কাজ করেছে তার খতিয়ান তিনি দেন এই সভা থেকে। আর সেই প্রেক্ষিতেই বিজেপির দিকে একাধিক অভিযোগের আঙুল তোলেন মমতা। বলেন, সাধারণ মানুষের জন্য বিজেপি কিছুই করেনি, যা করে চলেছে তা রাজ্য সরকার কারণ তারাই দায়বদ্ধ।
আরও পড়ুন- মমতার কাছে শিশুর নামকরণের আবদার নিয়ে হাজির মা, অভিনব নাম দিলেন মুখ্যমন্ত্রী
আজকের এই সভা মূলত আদিবাদী ভোট টানার লক্ষ্যে বলেই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। তাই প্রতিক্ষেত্রেই বিজেপি সরকারকে নিশানা করে চলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি বলেন, আদিবাদীদের জন্য কিছুই করেনি বিজেপি। শুধু ভোটের আগে উস্কানি দিতে আসে। জনতার উদ্দেশ্যে তাঁর পরামর্শ, এবার থেকে তাঁদের কোনও নেতা এলে তারা কী কাজ করেছেন তা জিজ্ঞাসা করুন। মমতার কথায়, তারা সকলের জন্য কাজ করেন। জানান, সাঁওতাল ছেলে-মেয়েরা স্কলারশিপ পেয়েছে, কূড়মিসহ জনজাতিদের উন্নয়নের জন্য কাজ হয়েছে। এছাড়া এসসি, এসটিদের জন্যও কাজ করে চলেছে রাজ্য সরকার।
এদিকে কেন্দ্রীয় একাধিক প্রকল্প নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর আবাস যোজনার অর্থে কেন্দ্রের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, প্রকল্পের টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়, কেন্দ্র-রাজ্য মিলিয়ে কাজ করা হয়। তাই রাজ্য যে টাকা থেকে বঞ্চিত সেই কথা আবার মনে করিয়ে দেন তিনি। এর আগে বীরভূমের সভা থেকেও আবাস যোজনার তহবিল নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।