কলকাতা: ইনভেস্টার ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জের৷ আইএসএল-এ ইস্টবেঙ্গলের খেলা ঘিরে তৈরি হল অনিশ্চয়তা৷ এই ঘটনাকে কেন্দ্র করেই ক্লাবের সামনে গুই গোষ্ঠীর মধ্যে শুরু হল মারামারি, তুমল বিক্ষোভ৷ ঘটনাস্থলে পৌঁছে সমর্থকদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ৷ টেনে হিঁচড়ে সমর্থকদের তোলা হল প্রিজন ভ্যানে৷ এরই মধ্যে এক সমর্থককে বাইক থেকে টেনে নামনো হয়৷ তাঁকে প্রিজন ভ্যানে তোলা হলে বাইকের জন্য মাটিতে লুটোপুটি খেতে শুরু করে৷ যদিও ফের তাঁকে মাটি থেকে টেনে তুলে প্রিজন ভ্যানে তোলা হয়৷
আরও পড়ুন- তীরে এসে তরী ডুবল ব্রিটিশদের! ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ ঘরে আনল ইতালি
এদিন ইস্টবেঙ্গল-মোহন বাগান নয়, বরং লাল-হলুদ সমর্থকদের দুই গোষ্ঠীর লড়াইয়ের সাক্ষী থাকল লেসলি ক্লডিয়াস সরণী৷ ক্লাবকর্তাদের সমর্থনকারী গোষ্ঠীর সঙ্গে ক্লাবকর্তাদের বিরোধী গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে শুরু হয়৷ পরে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী৷ তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়ে সমর্থকরা৷ হাতাহাতি শুরু হতেই লাঠি উঁচিয়ে সমর্থকদের ধাওয়া করে পুলিশ৷ ক্লাবের সামনে জড়ো হওয়া ভিড় ছত্রভঙ্গ করে দেওয়া হয়৷ এমনকী ঘোড়া নিয়ে মাঠে নামে পুলিশ৷ আইএসএল-এ ইস্টবেঙ্গলের খেলা নিয়ে অনিশ্চয়তার প্রতিবাদে আজ পূর্বপরিকল্পিত ভাবেই ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন সমর্থকরা৷ সেই মতোই বিক্ষোভ চলছিল৷ এরই মাঝে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ দু’পক্ষকে সরিয়ে দেওয়া হয়৷ অনেককে আটক করে লাল বাজারে নিয়ে যাওয়া হয়েছে৷
এদিন ক্লাবকর্তাদের বিরোধী সমর্থকরা দুপুর ১টার আগেই ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেছিলেন। পরে সেখানে ভিড় জমাতে থাকেন ক্লাবকর্তাদের ঘনিষ্ঠ সমর্থকরাও। প্রথমে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করে। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷