এখন থেকেই IPL এর প্রস্তুতির শুরু করে দিলেন ধোনি, মারলেন হেলিকপ্টার শট

এখন থেকেই IPL এর প্রস্তুতির শুরু করে দিলেন ধোনি, মারলেন হেলিকপ্টার শট

কলকাতা: আর মাত্র কিছু দিনের অপেক্ষা৷ এর পরই শুরু হতে চলেছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট লিগ আইপিএল৷ সবকটি দলই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। দল তো বটেই, খেলোয়াড়রাও নিজেদের মতো করে নিজেদের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে৷ আইপিএল শুরুর দু’মাস আগে মাঠে নেমে পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ চেন্নাইয়ের মাঠে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। তাঁর অনুশীলনের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই ভিডিয়োতে মাহিকে একটি দুর্দান্ত হেলিকপ্টার শট মারতে দেখা গিয়েছে। যা দেখে মন ভালো হয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের৷ 

আরও পড়ুন- এত টাকা দিয়ে এনেছি কী করতে! রোনাল্ডোকে নিয়ে বিরাট ক্ষুব্ধ ক্লাব কর্তা

বিশেষজ্ঞরা বলছেন, এবারই হয়তো শেষ আইপিএল খেলবেন ৪১ বছর বয়সী ক্যাপ্টেন৷  তাই এবারের আইপিএলকে নিজের এবং তাঁর দলের জন্য বিশেষ করে তুলতে চান ক্যাপ্টেন কুল। মাহির ভক্তরা সম্প্রতি টুইটারে তাঁর প্র্যাকটিসের ভিডিয়োটি শেয়ার করেছেন, যেখানে ধোনিকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে অনুশীলন করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, একটি বলে দুর্দান্ত হেলিকপ্টার শটও খেলেন তিনি৷ যা পুরানো দিনের কথা মনে করিয়ে দিয়েছে। 

মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ১৫টি মরশুম খেলেছেন৷ এবার তাঁর সামনে ১৬তম আইপিএল খেলার হাতছানি। আইপিএল-এ এখনও পর্যন্ত ২৩৪ ম্যাচে ২০৬টি ইনিংসে ৩৯.২ গড়ে ৪,৯৭৮ রান করেছেন অধিনায়ক৷ যার মধ্যে ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। তিনি এই লিগে ৩৪৬টি চার ও ২২৯টি ছক্কা হাঁকিয়েছেন। ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস চারবার আইপিএল শিরোপা জিতেছে।