রিয়াধ: বিপুল অঙ্কের টাকার বিনিময় সৌদি আরব পাড়ি দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানের আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন তিনি এবং নতুন ক্লাবের হয়ে অভিষেক ম্যাচও খেলে ফেলেছেন। কিন্তু শোনা যাচ্ছে, এখন থেকেই ক্লাবের প্রতি সেই টান অনুভব করছেন না সিআরসেভেন। এমনকি তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছেন খোদ আল নাসের কর্তা! তাহলে কি সৌদি থেকে পাত্তারি গোটাতে চলেছেন পর্তুগিজ তারকা?
আরও পড়ুন- বিদায় ‘টেনিস সুন্দরী’, সাফল্য, ব্যর্থতা, বিতর্ক ঘিরেই সানিয়ার টেনিস জীবন
পিএসজি প্রদর্শনী ম্যাচ বাদ দিলে নতুন ক্লাবের হয়ে এখনও গোল পাননি তিনি। এদিকে সৌদি আরব সুপার কাপের সেমিফাইনালে আল এত্তিহাদের কাছে ৩-১ গোলে হারতে হয়েছে আল নাসেরকে। সেই ম্যাচে গোলের সুযোগ নষ্ট করেন রোনাল্ডো। এরপরই তাঁর ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন আল নাসের কর্তা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু একজন কর্তা নন, ক্লাবের বাকি কর্তারা, দলের কোচ এমনকি সমর্থকদের একাংশও সিআরসেভেন’কে নিয়ে বিরক্ত। ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে যাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি রোনাল্ডোর প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করছেন। লোকটির দাবি তিনি আল নাসের ক্লাবের ডিরেক্টর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দেশের ‘দ্বিতীয় শক্তিশালী মহিলা’র খেতাব জয় বাংলার মেয়ের! Jalpaiguri’s Shubharti brings glory” width=”560″>
ভিডিওতে লোকটিকে বলতে শোনা যায়, দুশো মিলিয়ন খরচ করে যাকে আনা হয়েছে সে শুধু ‘সিউ’ করতে পারে। এটা মেনে নেওয়া যায় না। অন্যদিকে, আল নাসের কোচ যা বলেছেন তাতে আরও জল্পনা বেড়েছে। তাঁর বক্তব্য, রোনাল্ডো হয়তো সৌদি ক্লাবে নিজের কেরিয়ার শেষ করবে না, ইউরোপে যাবে। তাহলে কি তিনি পর্তুগিজ তারকার ক্লাব থেকে বিদায়ের কোনও ইঙ্গিত দিচ্ছেন?