মাদ্রিদের ক্লাবে সাক্ষর বঙ্গ তনয়ার, বৃষ্টির অনবদ্য সাফল্যে গর্বিত বাংলা

মাদ্রিদের ক্লাবে সাক্ষর বঙ্গ তনয়ার, বৃষ্টির অনবদ্য সাফল্যে গর্বিত বাংলা

কলকাতা: বিদেশ বিভুঁইয়ে খেলার মাঠে দাপিয়ে বেড়াবেন বঙ্গ তনয়া৷ পেশাদার লিগে নামজাদা ক্লাবের হয়ে মাঠে নামবেন তিনি৷ বেহালার মেয়ে বৃষ্টি বাগচী এখন মাদ্রিদবাসী৷ 

আরও পড়ুন- আদতে ক’জন সন্তান মারাদোনার? সঠিক তথ্যই পাওয়া যাচ্ছে না!

বৃষ্টি বেহালার বাসিন্দা হলেও তাঁর বেড়ে ওঠা বেঙ্গালুরুতে৷ তাঁর বাবা ভাস্কর বাগচী এবং মা মুনন্দা বাগচী উভয়েই বেঙ্গালুরুর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অধ্যাপনা করেন৷ ভারতের মতো দেশে মহিলা ফুটবলারদের কদর সে ভাবে চোখে পড়ে না৷ তবে আর পাঁচজন বাঙালি মহিলা ফুটবলার যা করতে পারেননি সেই সাফল্য ছুঁয়ে ফেললেন বৃষ্টি৷ বাঙালি কন্যার এই অনবদ্য সাফল্যে গর্বিত গোটা বাংলা৷ স্পেনের ক্লাবের হয়ে মাঠে নামা এখন শুধু সময়ের অপেক্ষা৷ 

বৃষ্টি এখন মাদ্রিতেই রয়েছেন৷ স্পেনের বিখ্যাত মহিলা ফুটবল ক্লাব সিএফসি-তে সই করেছেন তিনি৷ সম্প্রতি সিএসসি-র পক্ষ থেকে টুইট করে এই খবরটি জানানো হয়েছে৷ ক্লাবের তরফে বলা হয়েছে, ‘‘এই প্রথম কোনও ভারতীয় মহিলা ফুটবলার স্পেনের ক্লাবে সাক্ষর করলেন৷ ওয়েলকাম বৃষ্টি ১০৷’’ ইউরোপের ক্লাবগুলির নিয়ম অনুসারে ফুটবলাররা সরাসরি কথা বলতে পারেন না৷ তাই বৃষ্টিও ক্লাবের ওয়েবসাইটেই জানান, স্পেনের ফুটবল তাঁর খুব পছন্দের৷ নানা সমস্যা থাকা সত্ত্বেও সেখানে খেলার জন্য ট্রায়াল দিচ্ছিলেন তিনি৷ দু’ বছর চেষ্টার পর মেলে সাফল্য৷ তিনি আরও বলেন, ‘‘গেতাফে, লেগানেসের মতো আমাকেও প্র্যাক্টিস করার সুযোগ দেওয়া হয়েছিল৷ অবশেষে একটা ক্লাবের সদস্য হতে পারলাম৷’’ ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ বঙ্গ তনয়া৷ তিনি বলেন, ‘‘এই ক্লাবের অত্যাধুনিক প্র্যাকটিস এবং কোচেদের অসাধারণ টিপসে আরও সমৃদ্ধ হয়েছি৷ আশা করি, আমাকে দেখে আগামী দিনে ভারতের  মহিলা ফুটবলাররা নিজেদের বিদেশের ক্লাবে খেলার লক্ষ্যে তৈরি করবেন৷’’   

আরও পড়ুন- দরিদ্র পরিবার থেকে ফুটবলের সম্রাট, আজীবন বিতর্ক আষ্টেপৃষ্ঠে ছিল মারাদোনাকে

এর আগে ওয়েস্ট হ্যামে সই করেছিলেন দিল্লির ফুটবলার অদিতি চৌহান৷ আবার স্কটিশ ক্লাব রেঞ্জার্স এফসি-তে মণিপুরের বালা দেবীর খেলা নিয়ে বেশ হইচই হয়েছিল৷ তবে স্প্যানিশ ক্লাবে বৃষ্টির অন্তর্ভুক্তি ঘটেছে নিঃশব্দেই৷ যার অন্যতম কারণ হিসাবে বলা যেতে পারে, বৃষ্টি ভারতীয় ফুটবলের চেনা মুখ নন৷ বেঙ্গালুরুতে খেলার হাতেখড়ি হলেও পড়াশোনার জন্য অনেক বছর আগেই পাড়ি দিয়েছিলেন আমেরিকাতে৷ সাত-আট বছর তাঁর কেটেছে ওকলাহোমা ইউনিভর্সিটিতে৷ সেখানে কাইনেসিওলজি নিয়ে পড়াশোনা করেন তিনি৷ তার পর চলে যান নর্থ টেক্সাস ইউনিভার্সিটিতে৷  মার্কিন মুলুকে কলেজ ফুটবল খেলতে খেলতেই তাঁর পেশাদার ফুটবলার হয়ে ওঠা৷ গত বছর আইলিগ খেলতে ভারতে ফিরেছিলেন তিনি৷ যোগ দিয়েছিলেন বেঙ্গালুরু ইউনাইটেডে৷ তার পর এখান থেকে বৃষ্টি চলে যান মাদ্রিদের দে ফুটবল ফেমেনিওতে৷ অবশেষে তাঁর গায়ে উঠতে চলেছে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো লাল-সাদা জার্সি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =