ম্যাচের মাঝে ঘুষোঘুষি দুই ক্রিকেটারের, পাক-আফগান ম্যাচে উত্তেজনা শারজার গ্যালারিতেও

ম্যাচের মাঝে ঘুষোঘুষি দুই ক্রিকেটারের, পাক-আফগান ম্যাচে উত্তেজনা শারজার গ্যালারিতেও

কলকাতা: ক্রিকেটকে বলা হয় জেন্টেলম্যান গেম৷ কিন্তু ক্রিকেটের ২২ গজও বহু ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থেকেছে৷ এমনই এক ঘটনার সাক্ষী থাকল শারজা৷ পিচের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন আসিফ আলি আর ফারিদ আহমেদ৷ এদিন পাক ব্যাটার আসিফ আলিকে আউট করতেই খুশির চোটে তাঁকে ঘুষি মারার ইঙ্গিত করেন ফারিদ৷  তাতেই চোটে যান এই পাক তারকা। একেবারে ব্যাট উঁচিয়ে তেড়ে যান তাঁর দিকে৷ ম্যাচের মাঝেই ধাক্কাধাক্কি, ঘুষোঘুষি শুরু করে দেন দুই ক্রিকেটার৷ 

আরও পড়ুন- এখনও রয়েছে ফাইনালে খেলার সুযোগ, ভারতের ভাগ্য বন্দি বাবরের পাকিস্তানের হাতে

বুধবারের ম্যাচে লড়াই ছিল খুব অল্প রানের। এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২৯ রান তোলে আফগানিস্তান৷ একটুকু রান রান তাড়া করে জেতার জন্য পাকিস্তানকে খেলতে হল শেষ ওভার পর্যন্ত। কিন্তু ১৯তম ওভারে ঘটল এক অনাকাঙ্খিত ঘটনা৷ পঞ্চম বলে হাতাহাতিতে জড়াল দুই দলের ক্রিকেটাররা৷ ফারিদের বলে হুক করে ছয় মারতে গিয়ে ক্যাচ তুলে দেন আসিফ। ক্যাচ লুফে নেন করিম জনত। আসিফ আউট হতেই তাঁকে ঘুষি মারার ইঙ্গিত করেন ফারিদ। তাতেই অশান্তির সূত্রপাত। তিনিও সঙ্গে সঙ্গে ব্যাট উঁচিয়ে তাঁকে মারার ইঙ্গিত করেন। উত্তেজনার পারদ চড়ার আগেই আফগানিস্তানের অন্য ক্রিকেটাররা চলে আসেন। তাঁরা ফারিদকে সরিয়ে নিয়ে যান। 

এদিকে, মাঠ ছাড়ার সময়েও আসিফকে কিছু বলতে শোনা যায়। হাসান আলি এসে তাঁকে ঠান্ডা করেন৷ তিনি মাঠে এসে ফারিদকেও শান্ত হতে বলেন। কোনও মতে পরিস্থিতি সামাল দেওয়া হয়৷ নইলে মাঠের মধ্যেই একপ্রস্থ হাতাহাতি শুরু হয়ে যেত। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আম্পায়াররাও। তবে শেষ পর্যন্ত ম্যাচ জেতে পাকিস্তান৷ 

এদিকে, প্রচণ্ড উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আফগানিস্তান হারতেই পাক সমর্থকদের উপর চড়াও হন সে দেশের সমর্থকরা। শারজার গ্যালারি জুড়ে তখন ধুন্ধুমার কাণ্ড৷ দু’দেশের সমর্থকদের তাণ্ডবের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷ ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যায় আফগান সমর্থকেরা গ্যালারির চেয়ার উপড়ে  পাক সমর্থকদের দিকে ছুড়ে মারছেন। তাঁদের লক্ষ্য করে জলের বোতলও ছোড়া হয়। এমনকী  গ্যালারির চেয়ার দিয়ে মারতেও দেখা যায় বেশ কয়েকজন আফগান সমর্থককে। গোটা বিষটি স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের আয়ত্তের বাইরে চলে যায়৷