কলকাতা: পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার কাছেও পরাজিত ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়ে গেল৷ ফাইনালে ওঠার জন্য বৃহস্পতিবার আফগানিস্তানকে শুধু বড় ব্যবধানে হারালেই চলবে না৷ পাশাপাশি অন্য ম্যাচগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের।
আরও পড়ুন- এক ধাক্কায় ২০০ পার! বিরাট লাফ বঙ্গের সংক্রমণ গ্রাফে
আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা৷ দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। সেখানে দুই ম্যাচ খেলে ভারতের পয়েন্ট শূন্য। রোহিতরা আছেন তৃতীয় স্থানে। এদিকে, পাকিস্তান এবং আফগানিস্তান একটি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারতকে হারিয়ে পাকিস্তানের পয়েন্ট দুই। তারা রয়েছে দ্বিতীয় স্থানে৷ ভারতের এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি আফগানিস্তান৷ এই অবস্থা থেকেও ফাইনালে দরজা খুলতে পারে ভারতের কাছে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে৷ পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছেও। তা হলেই এক মাত্র রোহিতদের সামনে সুযোগ আসতে পারে৷
পাকিস্তান বাকি দু’টি ম্যাচ হারলে এবং ভারত আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত— তিন দলের পয়েন্টই হবে দুই। সেই অবস্থায় দেখা হবে নেট রান রেট। আফগানিস্তানের মতো ভারতের সংগ্রহেও কোনও পয়েন্ট নেই৷ তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে ভারত। ফলে আগামীকালের ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>