আইপিএলে বড় চমক, উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং

আইপিএলে বড় চমক, উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং

 কলকাতা: আইপিএল মানেই পরতে পরতে চমক। কখনও টুর্নামেন্টে জুড়ছে নতুন ফ্র্যাঞ্চাইজি৷ কখনও আবার ক্রিকেটারদের হাত ধরে তৈরি হচ্ছে নয়া রেকর্ড। আসন্ন মরশুমেও ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে দারুণ সারপ্রাইজ৷ সবকিছু ঠিক থাকলে ১৬ তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অরিজিৎ সিং। তেমনই উদ্যোগ নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড৷ আগামী ৩১ মার্চ অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে অরিজিৎ সিংয়ের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর৷  প্রসঙ্গত,  গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে ৪ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস৷ 

আরও পড়ুন- টেনিস দুনিয়ায় রূপকথার ইতি, শেষ হল দু’দশকের স্বপ্নের সফর, দুবাইয়ে হেরে কোর্টকে আলবিদা সানিয়ার

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের আইপিএল৷ এবারও টুর্নামেন্ট অংশ নেবে ১০টি দলে। তবে করোনা অতিমারির জেরে গতবছর মূলত মুম্বই, পুণে ও আহমেদাবাদেই বসেছিল আইপিএলের আসর৷ করোনা পর্ব কাটিয়ে উঠে আবারও হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরছে টুর্নামেন্ট। অর্থাৎ নিজেদের শহরে বসেই ম্যাচের স্বাদ নিতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আর তার আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের গানে মাতবেন দর্শকরা৷ 

প্রায় প্রতি বছরই আইপিএলের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে থাকে তারকার মেলা। করোনাকালের তাতে কিছুটা ভাটা পড়লেও এ বছর ফের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের ঈওজন করা হচ্ছে৷ সেখানেই গানে গানে মাতাবেন বলিউডের তারকা শিল্পী অরিজিৎ সিং। জানা গিয়েছে, অরিজিৎ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে আরও বিশিষ্ট শিল্পীদের।