দুবাই: হল না মধুরেণ সমাপয়েৎ। দুবাই ডিউটি ফ্রি টেনিস প্রতিযোগিতার প্রথম রাউন্ডে হেরেই টেনিস দুনিয়াকে আলবিদা জানালেন সানিয়ারা। মঙ্গলবার ভার্নোকিয়া কুদেরমেতোভা-লিউডমিলা সামসোনোভা জুটির কাছে ৪-৬, ০-৬ ব্যবধানে হেরে যান সানিয়া মির্জা এবং ম্যাডিসন কিজের জুটি৷ আর সেই সঙ্গে শেষ টেনিস দুনিয়ার এক বর্ণময় অধ্যায়৷ ইতি পড়ল সানিয়ার দু’দশকের রেমাঞ্চকর টেনিসজীবনে।
আরও পড়ুন- বিরাটকে জড়িয়ে ধরে প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট তরুণীর! কী করলেন কোহলি? হকচকিয়ে নেটিজেনরা
সানিয়া এক সময় বলেছিলেন, এখনও কেন খেলা ছাড়ছেন না, এই প্রশ্ন শোনার চেয়ে কেন খেলা ছাড়লেন, সেটা শোনা তাঁর কাছে অনেক বেশি স্বস্তির। তাই এই সময়টাকেই খেলা ছাড়ার আদর্শ সময় বলে ঠিক করেন তিনি। দুবাইয়ের প্রতিযোগিতা খেলেই যে তিনি টেনিস ব়্যাকেট তুলে রাখবেন, সে কথা আগেভাগেই ঘোষণা করে দিয়েছিলেন ছ’টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন এই ভারতীয় টেনিস সুন্দরী৷ খেলোয়াড় জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন গত জানুয়ারি মাসে। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হয় তাঁকে৷ তবে মিক্সড ডাবলসে রোহন বোপান্নাকে সঙ্গে নিয়ে ফাইনালে উঠেছিলেন সানিয়া। কিন্তু, জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেতাব অধরাই থেকে গিয়েছে ভারতের টেনিস কিংবদন্তীর। এবার দুবাইয়ে ভক্তদের মন ভাঙলেন হায়দরাবাদী তারকা। সানিয়া ও ম্যাডিসনের জুটি প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে একেবারেই লড়াই করতে পারলেন না তাঁরা।
দীর্ঘ দু’দশক টেনিস ব়্যাকেট হাতে টেনিস কোর্টে দাপিয়ে বেরানো সানিয়া বুধবার থেকে প্রাক্তন টেনিস খেলোয়াড়! সানিয়া নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা মহিলা টেনিস খেলোয়াড়। ভারতের মেয়েরাও যে ব়্যাকেট হাতে বিশ্বপর্যায়ে টেনিস খেলতে পারে, সেটা প্রথমবার প্রমাণ করেছিলেন সানিয়াই৷ লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি পরবর্তী ভারতীয় টেনিস এগিয়ে গিয়েছিল তাঁর কাঁধে ভর করেই। দীর্ঘ সেই যাত্রায় এবার ইতি পড়ল।
২০০৩ সালে পেশাদার টেনিস জীবনে পা রাখেন সানিয়া মির্জা৷ এর পর থেকে শুধু ভারতের নয়, তিনি হয়ে উঠেছিলেন এশিয়ার মহিলা টেনিসের অন্যতম প্রধান মুখ। এক সময় সেরিনা উইলিয়ামস, মারিয়া শারাপোভাদের সঙ্গেই উচ্চারিত হত ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার নাম। ফোরহ্যান্ড ছিল সানিয়া মির্জার সিগনেচার শট। আজ থেকে ১৮ বছর আগে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমে এই শটের গতি চমকে দিয়েছিল সেরেনা উইলিয়ামসের মতো মহাতারকাকেও। কিন্তু বার বার চোট আঘাত তাঁকে সর্বোচ্চ পর্যায় থেকে ছিটকে দেয়। সিঙ্গলসকে বিদায় জানিয়ে ডবলসকে বেছে নেন৷ তাঁর নামের সঙ্গে অনেক বিতর্কও জড়িয়েছে৷ সে সবকে ছাপিয়ে গ্ল্যামার ও প্রতিভার মেলবন্ধনে সানিয়া হয়ে থাকবেন এক উজ্জ্বল নক্ষত্র৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>