তালিবানি তাণ্ডবে জ্বলছে কাবুল, ‘খেলা হবে’ বলছে আফগানিস্তান

তালিবানি তাণ্ডবে জ্বলছে কাবুল, ‘খেলা হবে’ বলছে আফগানিস্তান

কাবুল:  তাঁদের দেশ এখন তালিবানের দখলে৷ চারিদিকে শুধুই আতঙ্ক, হাহাকার৷ অনিশ্চিত ভবিষ্যতের প্রমাদ৷ বিমানবন্দরে আফগান নাগরিকদের হুড়োহুড়ি৷ ঘরের চার দেওয়ালে বন্দি হয়েছে নারী৷ বাইরে বন্দুক উঁচিয়ে চলছে তালিবানি টহল৷ কিন্তু এর পরেও আফগানিস্তান বলছে ‘খেলা হবে’৷ হ্যাঁ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছেন রশিদ খান, মহম্মদ নবিরা৷ 

আরও পড়ুন- টি-টোয়েন্টি ক্রিকেটেও বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল-হাসান

আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জাতীয় দলকে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর পরিকল্পনাও রয়েছে৷ অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিজ শিনওয়ারি বলেন,  তালিবান ক্রিকেট ভালোবাসে এবং শুরু থেকেই তারা সমর্থন করে আসছে৷ আফগান জাতীয় দলের খেলোয়ার ও তাঁদের পরিবারের সদস্যরা সুরক্ষিত বলেও দাবি করেছেন তিনি৷ হামিজ জানান, চার-পাঁচজন ক্রিকেটার বিদেশে খেলার জন্য গিয়েছেন৷ বাকিরা দেশেই সুরক্ষিত রয়েছেন৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আফগানিস্তানের প্লেয়াররা খেলবেন কিনা, সে দিকে নজর রাখছে  BCCI-ও৷ 

আরও পড়ুন-লর্ডস টেস্টের আগে চোট সমস্যায় জেরবার ইংল্যান্ড শিবির

প্রসঙ্গত, এই মুহূর্তে ব্রিটেনে ‘হানড্রেড’ টুর্নামেন্ট খেলছেন রশিদ খান, মহম্মদ নবি এবং মুজিব জাদরান৷ কিন্তু তাঁদের পরিবার রয়েছে আফগানিস্তানেই৷ হিকতম হাসান বলেন, ‘‘হ্যাঁ, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব। প্রস্তুতি চলছে৷ আগামী কয়েকদিনের মধ্যেই সমস্ত ক্রিকেটার কাবুলের শিবিরে পৌঁছে যাবে৷ অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যে ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা রয়েছে, তার কেন্দ্রও চূড়ান্ত হয়ে যাবে৷ শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার সঙ্গে কথাবার্তা চলছে৷’’  এই কঠিন পরিস্থিতির মধ্যে সত্যিই আফগানিস্তান দেখিয়ে দিল ‘খেলা হবে৷’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + fifteen =