লর্ডস টেস্টের আগে চোট সমস্যায় জেরবার ইংল্যান্ড শিবির

লর্ডস টেস্টের আগে চোট সমস্যায় জেরবার ইংল্যান্ড শিবির

8745201fcbb27044ede78ff4bbb54738

লন্ডন: বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটের মক্কা লর্ডসে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে চোটে জর্জরিত হয়ে পড়েছে ইংল্যান্ড দল। বিশেষ করে ইংরেজ বোলিং লাইন-আপে ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে লর্ডসে। বুধবারই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, লর্ডসে তার অন্যতম তারকা ফাস্ট বোলারকে পাবেন না ইংরেজ অধিনায়ক জো রুট। চোটের কারণে আচমকা গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইসিবি জানিয়েছে, মঙ্গলবার অনুশীলনের সময় ডান পায়ের মাংসপেশিতে চোট লাগে ব্রডের। বুধবার লন্ডনে এমআরআই স্ক্যান করার পর জানা যায় সেখানে টিয়ার হয়েছে তার। এরপরই ভারতের বিরুদ্ধে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন এই তারকা পেসার।

আবার, ইংল্যান্ডের এক নম্বর ফাস্ট বোলার ৩৯ বছর বয়সী জেমস অ্যান্ডারসনেরও ফিটনেস নিয়ে সমস্যা দেখা দিয়েছে। নটিংহ্যাম টেস্টেই তিনি ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হন। এবার লর্ডস টেস্টে তিনিও দল থেকে ছিটকে যেতে পারেন। তার জায়গায় ইংল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হতে পারে তরুণ ফাস্ট বোলার শাকিব মেহমুদের। ফার্স্টক্লাস ক্রিকেটে তার ২২ ম্যাচে ৬৫ উইকেট রয়েছে। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে শাকিব ৩ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন।

স্টুয়ার্ট ব্রডের অনুপস্থিতিতে তার জায়গায় দলে আসতে পারেন মার্ক উড। নটিংহ্যাম টেস্টে চার পেসার খেলিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জো রুট। লর্ডসে তাতেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। একজন ফাস্ট বোলার কম খেলিয়ে স্পিনার হিসেবে মঈন আলিকেও খেলাতে পারে ইংল্যান্ড। মঈন দলে এলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের গভীরতাও বাড়বে দলে। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে ভারতের কাছে প্রায় হারতে বসেছিল ইংল্যান্ড। কিন্তু শেষ দিনে বৃষ্টি এসে খেলা ভেস্তে দিয়ে ড্র করে দেয়। তাই নটিংহ্যামের কোনো ভুল আর লন্ডনে করতে চাননা ইংরেজ অধিনায়ক জো রুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *