ম্যানচেস্টার-ইস্টবেঙ্গল চুক্তি সত্যি হচ্ছে? বড় ইঙ্গিত ‘দাদা’র

ম্যানচেস্টার-ইস্টবেঙ্গল চুক্তি সত্যি হচ্ছে? বড় ইঙ্গিত ‘দাদা’র

কলকাতা: নেপথ্যে তিনি। বাংলার ময়দানে আপাতত যে খবর তোলপাড় ফেলে দিয়েছে সেই খবরের নেপথ্যে তিনিই। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি ভেঙে যাওয়ার পর বহুদিন ধরেই নতুন বিনিয়োগকারীর খোঁজ চালাচ্ছে লাল-হলুদ শিবির। একাধিক গোষ্ঠীর সঙ্গে কথা হয়েছিল তাদের কিন্তু কোনও রকম ইতিবাচক পদক্ষেপ হয়নি। কিন্তু ম্যান ইউ নিয়ে যে বড় ইঙ্গিত পাওয়া গিয়েছিল তা নিয়ে আরও কৌতূহল বাড়ালেন খোদ ‘মহারাজ’।

আরও পড়ুন- দাম ৪০ কোটি! ‘দাদা’র নতুন বাড়ি দেখেছেন?

সৌরভ জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা হয়েছে প্রাথমিকভাবে। আগামি ১০ থেকে ১২ দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। যদিও তিনি এই বার্তাও দিয়েছেন যে, ইনভেস্টর হিসেবে বাংলা বা ইস্টবেঙ্গলে আসবে না ম্যান ইউ কর্তৃপক্ষ, মালিক হিসেবেই তারা পা রাখবে বাংলার মাটিতে। ‘দাদা’র এই বার্তায় স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত হচ্ছে লাল-হলুদ সমর্থকরা। কিন্তু কিঞ্চিৎ একটা উদ্বেগ থেকেই যাচ্ছে তাদের মধ্যে। কারণ মালিক হয়ে আসলে আবার অতীতের মতো যদি সমস্যা তৈরি হয় তাহলে কী হবে, সেটা কেউই ভাবতে পারছেন না। তবে এই মুহূর্তে ম্যানচেস্টার নাম শুনেই অধিকাংশরা অভিভুত হচ্ছে।  

ইতিমধ্যেই বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গেও একাধিক বৈঠক করেছিল লাল-হলুদ কর্তারা। তবে তাতে অবশেষে কোনও লাভ হয়নি। আগে শ্রী সিমেন্ট জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বিনিয়োগ জট কাটিয়েছিল লাল-হলুদ, কিন্তু তার কোনও অবকাশই নেই। এই সময় লাল-হলুদের এক প্রকাশ ত্রাতা সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর হস্তক্ষেপেই ইস্টবেঙ্গল ক্লাবে বিনিয়োগ করতে চলেছে ইংল্যান্ডের সর্বাধিক লিগ খেতাবজয়ী ম্যান ইউনাইটেডের গ্লেজার্স গ্রুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *