কেমন ছিল ওয়ার্নের জীবনের শেষ ৩০ মিনিট?

কেমন ছিল ওয়ার্নের জীবনের শেষ ৩০ মিনিট?

সিডনি: তাইল্যান্ডের তাঁর নিজের ভিলায় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের৷ জানা গিয়েছে, শেষ মুহূর্তে চিকিৎসকরা গিয়েও কিছু করে উঠতে পারেননি। কোনও ভাবেই বাঁচানো যায়নি শেনকে। কিন্তু কেমন ছিল তাঁর জীবনের শেষ ৩০ মিনিট? পুলিশ সূত্রে তার কিছুটা জানা যাচ্ছে।

আরও পড়ুন- মার্চ পড়তেই বাড়ছে গরম! আগামী সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা

তাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, এক বন্ধু রাত্রে খাওয়ার জন্য ওয়ার্নকে ডাকতে যান। তখন দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওয়ার্ন। সঙ্গে সঙ্গে বাকি বন্ধুদের ডাকেন তিনি। প্রায় ২০ মিনিট ধরে তাঁকে সিপিআর দেওয়া হয়। কিন্তু শেনের কোনও রকম সাড়া মেলেনি। এরপর অ্যাম্বুলেন্স ডাকা হয়। এমারজেন্সি ইউনিটের কয়েক জন কর্মী এসে আবার তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিল। ১০ থেকে ২০ মিনিট আরও একবার সিপিআর দেওয়া হয়েছিল। কিন্তু আখেরে কোনও লাভ হয়নি। তাইল্যান্ড পুলিশ জানাচ্ছে, আপাতত যা মনে হচ্ছে তাতে এই মৃত্যুতে কোনও রহস্য নেই। তবু প্রথা মতো ওয়ার্নের দেহের ময়নাতদন্ত হবে। তার জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটারের দেহ হাসপাতালে নিয়েও যাওয়া হয়েছে। কিন্তু যেহেতু কারোর অনুপস্থিতিতেই এই হৃদরোগ হয়েছে তাঁর তাই ভিলার কয়েক জন এবং আশেপাশের কয়েক জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চলেছে। শেনের শারীরিক অবস্থা কেমন ছিল শেষ কয়েক ঘণ্টা বা কোনও রকম অন্য সমস্যা হয়েছিল কিনা, তা জানতে চাইবে তারা। এছাড়া আর কোনও রহস্য তারা খুঁজে পাচ্ছে না।

গতকাল সকালেই অস্ট্রেলিয়ার এক কিংবদন্তি রড মার্শের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছিল গোটা ক্রিকেটমহল। তা নিয়ে টুইট পর্যন্ত করেছিলেন শেন। বিকেলেই তাঁর মৃত্যুর খবর বাকরুদ্ধ করেছে সকলকে। জানা গিয়েছে, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে ওয়ার্নের। তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তব্য, দেশের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র ছিলেন ওয়ার্ন। ক্রিকেটে তাঁর যে অবদান তা কেউ কখনও ভুলতে পারবে না। তাঁর বর্ণময় চরিত্রই তাঁকে সকলের থেকে আলাদা করেছিল। এ ছাড়া অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা জানিয়েছেন, ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট মাঠের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম বদলে তাঁর নামে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 8 =