মার্চ পড়তেই বাড়ছে গরম! আগামী সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা

মার্চ পড়তেই বাড়ছে গরম! আগামী সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা

weather report

কলকাতা: শীতের বিদায় ঘটেছে তা এখন বলাই যায়। মার্চ মাস পড়তেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ভোর থেকেই গরম অনুভূত হচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন দাবদাহের পরিস্থিতি। এখনই এমন মনে হলে আগামী কয়েক সপ্তাহে কী হবে সেই নিয়ে এখন অনেকের চিন্তা। এই কয়েকদিন আর বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। যদিও পরের সপ্তাহে বৃষ্টি হলেও হতে পারে বলে সম্ভাবনা।

আরও পড়ুন: মাঝ আকাশে আচমকা ব্যাপক ঝটকা বিমানে! কোমরে ব্যাথা মমতার

শীত বিদায় নিয়ে গরম চলে এলেও বৃষ্টি আছে বৃষ্টির জায়গাতেই। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ছোটখাটো নিম্নচাপ তৈরি হতে পারে এবং তার কারণেই হতে পারে বৃষ্টি। তবে আগামী ১০ থেকে ১২ দিন উষ্ণতা যে বাড়বে সেটাও স্পষ্ট করে দিয়েছেন হাওয়া মহল। আগামী পাঁচদিন গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে কলকাতা সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও দাবি করছে যে, চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়েসের মধ্যে থাকবে। আগেই ভূতত্ত্ববিদ সুজীব কর জানিয়েছিলেন, ১৫ মার্চের পর থেকে ১৫ মে’র মধ্যে উল্লেখজনকভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে৷ এমনকি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে৷

এরই মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি মার্চ থেকেই ৪০ থেকে ৪৫ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা? সেই আশঙ্কা অবশ্য খারিজ করে দিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, মার্চ মাসে কলকাতার বা জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রিতে পৌঁছনোর কোনও সম্ভাবনাই নেই। এদিকে আজই নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে দেশে৷ যার জেরে আগামী ২৪ ঘণ্টায় লাদাখ, মুজাফফরাবাদ, জম্মু-কাশ্মীর, হিমাচল এবং উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =