দোহা: রবিবার ছিল স্বপ্নের রাত। আর্জেন্টিনার বিশ্ব জয়, মেসির হাতে বিশ্বকাপ, এই দেখে আপামর নীল-সাদা ভক্তরা আনন্দে বেসামাল। গোটা পৃথিবীজুড়ে বিভিন্ন জায়গায় গতকাল উচ্ছ্বাসে মেতেছিল এলএম ১০ ভক্তরা। কিন্তু কাতারে বিশ্বকাপ নিয়ে বিতর্কের যে আমেজ শুরু থেকেই ছিল তা ফাইনালের রাতেও গেল না। বিশ্বকাপ ট্রফি তাঁর হাতে তুলে দেওয়ার আগে মেসিকে পরানো হল এক কাপড়। যা নিয়ে কৌতূহলের শেষ নেই। উঠে গেছে কিছু প্রশ্নও।
আরও পড়ুন- পেলে, মারাদোনার সিংহাসনে বসলেন মেসি! ফুটবল সম্রাজ্যে অবশেষে অমরত্ব পেলেন ঈশ্বরের আরেক বরপুত্র!
কাতার বিশ্বকাপ নিয়ে বিতর্ক একাধিক ছিল। বলা যায়, বিতর্ক দিয়ে শুরু হওয়া বিশ্বকাপ বিতর্ক দিয়েই শেষ হল। রবিবার রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারানোর পর জয়ী আর্জেন্টিনা দল অপেক্ষা করছে কখন তাঁদের অধিনায়ক লিওনেল মেসি আসবেন বিশ্বকাপ ট্রফি নিয়ে। একসঙ্গে তাঁরা উল্লাসে মাতবেন। ঠিক এই সময়েই ট্রফি দেওয়ার আগে কাতারের রাজা লিওনেল মেসিকে পরিয়ে দিলেন কালো রঙের আলখাল্লা। তখন তাঁদের পাশে দাঁড়িয়ে ফিফা প্রেসিডেন্টও। সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন উঠে গেল। কী এই আলখাল্লা? কেন পরানো হল? কেন মেসিকে দেশের জার্সি গায়ে চাপিয়েই ট্রফি তুলতে দেওয়া হল না? নানা প্রশ্নের মাঝে জানতে হবে যে মূল বিষয় কী।
আসলে কাতারের রাজা মেসিকে যে আলখাল্লা পরিয়েছেন, তা আরব দেশগুলির পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক। আরবি ভাষায় এই আলখাল্লাকে বলা হয় ‘বিশ্ত’। ফার্সি থেকে এসেছে শব্দটি। কোনও অনুষ্ঠান, বিয়ে, উৎসব বা বিশেষ দিনে এই আলখাল্লা পরা আবর দেশগুলির পুরনো রেওয়াজ। এই আলখাল্লাকে আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করা হয়। কাউকে সম্মান জানাতে যেমন উত্তরীয় পরানো হয়, ঠিক তেমনই এই আলখাল্লা।