Aajbikel

এই কারণেই তুলে রাখা হবে না পেলের ‘১০ নম্বর’ জার্সি

 | 
পেলে

কলকাতা: ফুটবলবিশ্বে ‘সম্রাট’ পেলের আবির্ভাবের আগে ‘১০’ নম্বর জার্সিটা ছিল নিতান্তই একটা সংখ্যামাত্র। কিন্তু এই সংখ্যাকেই অন্য মহিমায় পৌঁছে দিয়েছিলেন ব্রাজিলীয় কিংবদন্তী। ফুটবলে ১০ নম্বর জার্সি পরে বহু তারকাই মাঠে শিল্প রচনা করেছেন৷ দিয়েগো মারাদোনা এই ১০ নম্বর জার্সিকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। এর পর ১০ নম্বর জার্সিতে খেছেন লিওনেল মেসি, মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ, ফেরেঙ্ক পুসকাস, রবার্তো ব্যাজ্জো, জিনেদিন জিদান, রোনালদিনিওরা৷  তবে ফুটবলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ১৯৫৮ বিশ্বকাপে খেলা ১৭ বছরের এক তরুণই এই ১০ নম্বর জার্সিকে প্রথমবারের মতো সবার নজরে নিয়ে এসেছিলেন। তিনি আর কেউ নন ফুটবল সম্রাট পেলে৷ এর পর থেকেই ১০ নম্বর জার্সি আর পেলে সমার্থক হয়ে যায়।

আরও পড়ুন- মরু দেশে ফিরলেন রোনাল্ডো, রাজকীয়ভাবে অভ্যর্থনা আল নাসের-এর, তাঁর জন্য এলাহি আয়োজন


ফুটবলে খেলোয়াড়দের সম্মান জানিয়ে তাঁদের সমর্থক হয়ে যাওয়া জার্সি নম্বর সরিয়ে রাখার রেওয়াজ বেশ পুরনো৷ মারাদোনাকে সম্মান জানিয়ে বহুদিন আগেই তাঁর ১০ নম্বর জার্সি সরিয়ে রেখেছে নেপোলি৷ যা আজীবন মারাদোনারই হয়ে থাকবে৷ একই ভাবে পেলের ১০ নম্বর জার্সি তুলে রাখবে কি তাঁর ক্লাস স্যান্টোস? পেলের মৃত্যুর পর এই প্রশ্নটা যেন বারবার ঘুরে ফিরে এসেছে৷ কারণ এই ক্লাবে খেলেই একসময় নিজের পরিচয় গড়েছিলেন এই ফুটবল তারকা৷ পেলের শেষ জীবনের ক্লাব নিউইয়র্ক কসমস অবশ্য তাঁর ১০ নম্বর জার্সিটা চিরদিনের জন্য তুলে রেখেছে৷ 


স্যান্টোসের সভাপতি আন্দ্রেয়াস রুয়েদা একবার বলেছিলেন, পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সিটা তাঁরা তুলে রাখার পরিকল্পনা করছেন৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেমে বোর্ড৷ শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি৷ রুয়েদার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছিল পেলের পরিবারও৷  তবে গত শনিবার আন্দ্রেয়াস রুয়েদা জানান, পেলের ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত থেকে তাঁরা সরে এসেছেন৷ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পেলের ইচ্ছার কথাই তিনি তুলে ধরেন৷


ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমে রুয়েদার সেই বক্তব্য প্রকাশিত হয়৷ যেখানে বলা হয়, তাঁরা ২০১৭ সালে পেলের দেওয়া একটি সাক্ষাৎকার খুঁজে পেয়েছেন। যেখানে এক সাংবাদিক পেলের কাছে জানতে চেয়েছিলেন, স্যান্টোস তাদের ১০ নম্বর জার্সিটা তুলে রাখতে চাইলে তিনি খুশি হবেন কি না? উত্তরে পেলে জানিয়েছেন, এটা যদি অন্য কেউ পরেন, তাহলে তিনি বেশি খুশি হবেন। রুয়েদার কথায়, ‘‘ উনি (পেলে) এই জার্সি তুলে রাখার রেওয়াজে বিশেষ একটা বিশ্বাসী ছিলেন না৷  আমরা তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানাতে চাই।’ তবে ভবিষ্যতে স্যান্টোসের বোর্ড চাইলে নিজেদের মত পাল্টাতে পারেন বলেও উল্লেখ করেছেন রুয়েদা৷ 

Around The Web

Trending News

You May like