মরু দেশে ফিরলেন রোনাল্ডো, রাজকীয়ভাবে অভ্যর্থনা আল নাসের-এর, তাঁর জন্য এলাহি আয়োজন

মরু দেশে ফিরলেন রোনাল্ডো, রাজকীয়ভাবে অভ্যর্থনা আল নাসের-এর, তাঁর জন্য এলাহি আয়োজন

রিয়াধ:  সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের শুরুটা করেছিলেন স্বাভাবিক ছন্দে৷ তবে দেখা যায়নি ম্যাজিক্যাল রোনাল্ডোকে৷ কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে পর্তুগালের জার্সিতে বিশ্বকাপের সব কটি ম্যাচে খেলতেও পারেননি সিআর৭৷ কোয়ার্টার ফাইনালে পর্তুগাল নেমেছিল রোনাল্ডোকে ছাড়াই৷ কিন্তু রোনাল্ডোহীন সবুজ-মেরুন নিজের ক্যারিশ্মা দেখাতে পারেনি৷ মরোক্কোর কাছে হারতে হয় তাঁদের৷ চোখের জলে কাতার ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ মঙ্গলবার আরও একবার আরব দেশে পা রাখলেন সিআর৭৷ এবার এলেন রাজার মতো৷

আরও পড়ুন- চিরনিদ্রায় শায়িত ফুটবল সম্রাট! সব দেশে পেলের নামে স্টেডিয়াম করার অনুরোধ ফিফা সভাপতির

কিরিয়ারের শুরু থেকেই ইউরোপীয় ক্লাবে ফুটবল খেলা রোনাল্ডো কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে যোগ দিলেন এশিয়ার ক্লাবে৷ প্রায় ১৭৭৬ কোটি টাকার বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসের-এর সঙ্গ চুক্তিবদ্ধ হলেন এই পর্তুগীজ মহাতারকা৷ মরু দেশে পা রাখতেই  হল তাঁর গ্র্যান্ড ওয়েলকাম৷ 

ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে সপরিবারে সৌদি আরবে পা রেখেছেন ৩৭ বছরের রোনাল্ডো৷ ২০২৫ সাল পর্যন্ত আল নাসের-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারকা৷ তাঁকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল সৌদি আরবের ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার স্টেডিয়াম মারসুল পার্কে ৩০ হাজার দর্শকের সামনে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয় সিআর৭-কে। আতবাজির রোশনাই, লেজার শো থেকে শুরু করে স্টেডিয়ামে রোনাল্ডোর নামে বিশালাকার পোস্টার, চারিদিক ছিল রোনাল্ডোময়৷  জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় পর্তুগালের এই ফুটবল তারকাকে। ইউরোপীয় ফুটবলের সঙ্গে দীর্ঘ সম্পর্কে ইতি টেনে এশীয় ফুটবলে পা রেখেও চেনা মেজাজেই ধরা দিলেন সিআর৭। অন্যদিকে, এদিন তাঁর প্রেমিকা জর্জিনা রড্রিগেজকে দেখা গেল ঐতিহ্যবাহী কালো পোশাকে,যা বেশিরভাগ সৌদি নারীরা পরে থাকেন৷ 

যদিও তাঁর এশিয় ফুটবলে যোগদান নিয়ে কম সমালোচনা হয়নি৷ তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে রোনাল্ডো বলেন, ‘যারা কটাক্ষ করে, তাঁরা ফুটবলের কিছুই বোঝেন না। শুধু এশিয়া নয়, আফ্রিকার ফুটবলও অনেক বদলে গিয়েছে। সেটা কাতার বিশ্বকাপ দেখলেই বোঝা যায়।’ রোনাল্ডোর কথায়, ফুটবলের বিশ্বায়ন হয়েছে। তিনি সাফ বলেন, “সৌদি আরবে আসাটা আমার ক্যারিয়ারের শেষ নয়। সত্যি কথা বলতে কি, লোকেরা কি বলে তা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই।”

এদিকে, বিশ্ব ফুটবলের মহাতারকা জন্য আল নাসের ক্লাব ও সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিল সলম এলাহি আয়োজন করেছেন৷ যা হার মানাবে রাজপ্রাসাদকেও। সিআর৭-এর যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সবদিকে খেয়াল রাখা হচ্ছে। 

রোনাল্ডো

জানা গিয়েছে, রিয়াধের আল মুহম্মাদিয়াতে সপরিবার থাকবেন সিআর৭। তাঁর জন্য আট শয্যার একটি মহল তৈরি করা হয়েছে৷ তৈরি করা হচ্ছে আলাদা শপিং মল। থাকবে অলিম্পিক্সের মানের ব্যক্তিগত সুইমিংপুল। এ ছাড়াও কম্পাউন্ডের মধ্যেই থাকবে জিম, ক্লিনিক এবং শপিং মল৷ সৌদির উষ্ণ আবহাওয়ায় যাতে তাঁর কষ্ট না হয়, সে জন্য পাম গাছ দিয়ে ঘিরে ফেলা হয়েছে মরুভূমি৷  থাকছে শীতাতপ ব্যবস্থাও৷ আল নাখিলে একাধিক আন্তর্জাতিক মানের স্কুল রয়েছে। সেখানেই পড়াশোনা করবেন তাঁর সন্তানরা৷ 

রোনাল্ডো জানিয়েছেন, তিনি মাঠে নামার জন্য প্রস্তুত৷ কোচ চাইলে ২-৩ দিনের মধ্যেই মাঠে নেমে পড়বেন৷