মা হলেন শারাপোভা, অন্য জীবন শুরু করলেন টেনিস সুন্দরী

মা হলেন শারাপোভা, অন্য জীবন শুরু করলেন টেনিস সুন্দরী

মস্কো: নতুন জীবন শুরু করতে চললেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। মা হলেন তিনি। সম্প্রতি এই খবর তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শারাপোভা সন্তানের নাম দিয়েছেন থিয়োডর। নিজের ইনস্টাগ্রামে ফুটফুটে সন্তান এবং প্রেমিকের ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ”সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম, যা আমাদের ছোট্ট পরিবার আশা করতে পারে।” জন্মদিনেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন রাশিয়ার প্রাক্তন খেলোয়াড়। আর আজ এই খবরে খুশি বার্তা উপছে পড়ছে তাঁর অনুগামীদের থেকে।

আরও পড়ুন- ‘বাড়ির পরিবেশই এখন অনেক বেশি উপভোগ্য’! টেনিসকে আলবিদা জানাচ্ছে রজার?

টেনিস বিশ্বে মারিয়া শারাপোভা এক অন্যতম সেরার নাম। পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস খেলোয়াড়ের খ্যাতি যেমন ছিল তেমনই ছিল তাঁকে নিয়ে বিতর্ক। কেরিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় থাকার সময়ে ডোপিং করার দায়ে নির্বাসিত হয়েছিলেন তিনি। পরে ফিরে এসে তেমন কিছু করতে পারেননি শারাপোভা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নেন। এরপরেই তাঁর প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। জানা যায় ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। পরে গত এপ্রিল মাসে সামনে আসে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

আরও পড়ুন- বিন্দ্রার পরামর্শ নিয়ে বিশ্বকাপ শুটিংয়ে তাঁকেই ছুঁলেন বাঙালি কন্যা, স্বর্ণপদক জয় মেহুলির

মহিলাদের টেনিসে শারাপোভার অনন্য নজির আছে। তিনি এমন একজন খেলোয়াড় যিনি চারটি গ্র্যান্ড স্ল্যামই অন্তত এক বার করে জিতেছেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জেতেন তিনি। এর পর ২০০৬-এ ইউএস ওপেন, ২০০৮-এ অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ এবং ২০১৪-য় ফরাসি ওপেন জেতেন তিনি। তবে তাঁকে বরাবর কড়া টক্কর দিয়ে এসেছেন সেরেনা উইলিয়ামস। অনেকেই মনে করেন তাঁর জন্যই শারাপোভা আর বেশি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। তবে খেলার পাশাপাশি সম্পর্কের প্রেক্ষিতেও একাধিকবার শিরোনামে এসেছেন টেনিসের ‘সুপারপোভা’। সোভিয়েত ইউনিয়নের ন্যাগান প্রদেশে জন্ম নেওয়া মারিয়ার জীবনে অনেক পুরুষ এসেছে এর আগে, কিন্তু কেউই টেকেনি তাঁর জীবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =