‘বাড়ির পরিবেশই এখন অনেক বেশি উপভোগ্য’! টেনিসকে আলবিদা জানাচ্ছে রজার?

‘বাড়ির পরিবেশই এখন অনেক বেশি উপভোগ্য’! টেনিসকে আলবিদা জানাচ্ছে রজার?

কলকাতা: তিনি কিংবদন্তী টেনিস তারকা৷ তাঁকে ঘিরে ভক্তদের উৎসাহ-উদ্দীপনা চিরন্তন৷ গত সপ্তাহে উইম্বলডন টেনিসের মঞ্চে সেন্টার কোর্টের শতবর্ষের অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই। সেই অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছিলেন, ফের প্রিয় ঘাসের কোর্টে ফিরবেন৷ কিন্তু তাঁর সাম্প্রতিক এক সাক্ষাৎকার বদলে দিল যাবতীয় জল্পনা-কল্পনা৷ কোর্টে ফেরা নয়, বরং টেনিসকে আলবিদা জানানোর ইঙ্গিত দিলেন রজার ফেডেরার৷ 

আরও পড়ুন- বিন্দ্রার পরামর্শ নিয়ে বিশ্বকাপ শুটিংয়ে তাঁকেই ছুঁলেন বাঙালি কন্যা, স্বর্ণপদক জয় মেহুলির

হাঁটুর চোট নিয়ে প্রায় এক বছর কোর্টের বাইরে রয়েছেন এই টেনিস কিংবদন্তি। গত ২৫ বছরে এই প্রথমবার এটিপি ক্রমতালিকা থেকেও বাদ পড়েছে তাঁর নাম। গত এক বছরে তাঁর জীবন যেন অনেকটাই বদলে গিয়েছে। রজারের মুখেও তাই অন্য কথা৷ সম্প্রতি নেদারল্যান্ডসের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রজার জানিয়েছেন, বাড়ির পরিবেশই নাকি এখন তাঁর কাছে অনেক বেশি উপভোগ্য। পেশাদার টেনিসের ঠাসা সূচি দেখে অনেক সময় তাঁর বোঝা বলে মনে হচ্ছে। তাঁর এই মন্তব্যে নতুন ভাবে প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা।

ফেডেরারের এই সাক্ষাৎকারের পরেই প্রশ্ন উঠছে, তবে কি অবসরের কথা ভাবছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক বছর ৪০-এর রজার? তিনি জানিয়েছে, এই মুহূর্তে তিনি  ও তাঁর  পরিবার ঘুরতে যাওয়ার প্রয়োজন মনে করছেন। একইসঙ্গে তিনি টেনিসের অভাবও উপলব্ধি করছি। তবে বাড়ির এই জীবন এখন তাঁর কাছে বেশ উপভোগ্য হয়ে উঠেছে৷  রজার আরও বলেন, ‘‘টেনিসের ঠাসা সূচি অনেক সময়েই বোঝা মনে হয়। বিশেষ করে যখন সন্তানদের জন্য সব কিছুর ব্যবস্থা করতে হয়। তাই সেই জায়গা থেকে দেখলে, টেনিসের ব়্যাকেট হাতে সারা বিশ্বে ঘুরে বেড়ানোর সেই ঝক্কি থেকে ছাড় পাওয়ায় বেশ ভালই লাগছে।’’

টেনিস দুনিয়া যখন তাঁর কোর্টে ফেরার অপেক্ষায়, তখন রজার ফেডেরার বলছেন, ‘‘এতে কোনও সন্দেহ নেই যে টেনিস আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু সেটাই আমার সম্পূর্ণ পরিচয় নয়। আমি আজও সফল হতে চাই। তবে সেটা খেলাধুলোর বাইরেও হতে পারে। আমি এটা বিশ্বাস করি যে, পেশাদার জীবন চিরকালীন নয়।’’