দোহা: আর্জেন্টিনা ম্যাচের ধাক্কা এখনও কাটেনি। সৌদি আরবের কাছে মেসিদের হার এখনও মানতে পারেননি অনেকে। ওটাই ছিল কাতার বিশ্বকাপের প্রথম বড় অঘটন। দ্বিতীয়টা বুধবার ঘটে গেল। জাপানের কাছে আটকে নয়, হেরেই গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি! এদিনও আর্জেন্টিনার মতো জার্মানি পেনাল্টি থেকে ১ গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচ শেষ হল আগের দিনের স্কোরের মতোই। ২-১। সৌদির মতো ইতিহাস সৃষ্টি করল জাপানও।
আরও পড়ুন- সৌদির কাছে হেরে বিশ্বরেকর্ড হাতছাড়া মেসিদের, তবে আশার আলো আছে
এদিন প্রথমার্ধে পেনাল্টি থেকে এগিয়ে যায় জার্মানি। জাপানের গোলরক্ষক নিশ্চিত ফাউল করে বসেন তাই তর্কের কোনও জায়গা ছিল না। পরে আরও একটি সুযোগ পায় জার্মানরা কিন্তু সেই অফসাইডের জন্য গোল বাতিল হয় তাদের। সেটিও যে অফসাইড ছিল তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু জাপান কখনই ভয়ে গুটিয়ে যায়নি। দ্বিতীয়ার্ধে নেমেও তারা আক্রমণাত্মক ফুটবল খেলে গিয়েছে। তার ফলেই প্রথম গোল চলে আসে তাদের। আর সেটা যে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল তা বলাই বাহুল্য। অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় জাপান। সেটাই খেলার চূড়ান্ত ফল।