লন্ডন: ৬ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি, তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। বিশ্বের কাছে তিনি ‘লেজেন্ড’। কথা হচ্ছে টেনিস তারকা বরিস বেকারের। তাঁর নাম শুনলেই কত কত বিখ্যাত ম্যাচের কথা মনে পড়ে। কিন্তু এখন সেই বরিস সম্পূর্ণ অপ্রত্যাশিত কারণে সংবাদ শিরোনামে। তাঁকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। আড়াই বছর তাঁকে জেলে থাকতে হবে! কী এমন করলেন তিনি হঠাৎ?
আরও পড়ুন- প্রতিদ্বন্দ্বিতা ভুলে শোকস্তব্ধ রোনাল্ডকে নিজেদের গান উৎসর্গ লিভারপুলের সমর্থকদের
টেনিস কিংবদন্তি বরিস বেকারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে। নিজেকে ভুয়ো ‘দেউলিয়া’ ঘোষণা করেছিলেন বেকার, কিন্তু আদালতে শেষ রক্ষা হল না। ইচ্ছা করে নিজের সম্পত্তি লুকিয়ে রেখে নিজেকে দেউলিয়া ঘোষণা করার জন্য তাঁর জেল হেফাজত হল। এমনই নির্দেশ দিয়েছে লন্ডনের আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি প্রাক্তন স্ত্রীর অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ পাউন্ড ট্রান্সফার করে দেন ইচ্ছা করে। কিন্তু সেই কথা আদালতে জানাননি। বরং নিজেকে দেউলিয়া হিসেবেই দেখান। কিন্তু আদালতে সব ধরা পড়ে যায়। ওই টাকা ছাড়াও তাঁর রয়েছে জার্মানিতে একাধিক স্থাবর সম্পত্তি এবং লন্ডনে একটি ফ্ল্যাট। কোনও কিছুই তিনি আদালতে জানাননি। বরিসের ৭ বছর পর্যন্ত জেল হেফাজত হতে পারত। কিন্তু তা হয়নি।
আসলে স্পেনের শহর মালোরকায় একটি সম্পত্তি কিনতে তিন লক্ষ পাউন্ড ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন তিনি। সেই ঋণের কিস্তি পরিশোধ করেননি বেকার। তখন থেকেই নিজের সম্পত্তি লুকিয়ে রেখে নিজেকে দেউলিয়া বলে আসছিলেন তিনি। এমনকি তাঁর দুটি উইম্বলডন খেতাব হারিয়ে গিয়েছে এমনও দাবি করেছিলেন তিনি। পড়ে তাঁর কাছ থেকেই সব মিলেছে।