লিভারপুল: সোমবার রাতেই ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের সদ্যোজাত পুত্রসন্তানের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি সমবেদনা জানান। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের ম্যাচে যে তিনি খেলবেন না, তা আগেই জানিয়ে দিয়ছিলেন। সেই ম্যাচের দর্শকরা গ্যালারি থেকে তাঁদের প্রিয় ফুটবল তারকার পাশে থাকার বার্তা দিলেন।
মঙ্গলবার নিজেদের ঘরের মাটে অ্যানফিল্ডে ইউনাইটেড ম্যাঞ্চেস্টারের মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী লিভারপুল। প্রতিদ্বন্দ্বিতা ভুলে ম্যাচের সপ্তম মিনিটে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন দর্শকরা। সদ্যোজাত পুত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের পাশে থাকার বার্তা দিতেই এমন কাজ করেন লিভারপুল ও ইউনাইটেড ম্যাঞ্চেস্টারের সদস্যরা। ৬০ সেকেন্ড ধরে চলে হাততালি। দর্শকদের হাততালিতে গম গম করতে থাকে অ্যানফিল্ড। শুধু তাই নয়, লিভারপুলের সমর্থকরা গেয়ে ওঠেন, ‘ইউ উইল নেভাক ওয়াক অ্যালোন।’ অর্থাৎ তুমি কখনও একা হাঁটবে না। এই গান লিভারপুল সমর্থকদের গান, এই গান লিভারপুলের সমর্থকদের প্রতীক। সেই গান সদ্য সন্তান হারানো বাবা রোনাল্ডো ক্রিশ্চিয়ানোকে উৎসর্গ করলেন লিভারপুলের সমর্থকরা।
সোমবার হৃদয়বিদারক এই খবর দেন রোনাল্ডো। তিনি ট্যুইটারে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনা যে কোনও বাবা-মায়ের কাছে অত্যন্ত বেদনার, শোকের। আমাদের কন্যা সন্তান এই মুহূর্তে কিছুটা আনন্দের ও আশার আলো বাঁচিয়ে রেখেছে। পুত্র সন্তানের মৃত্যুতে আমি ভেঙে পড়েছি। এই মুহূর্তে আমি ও আমার পরিবার কিছুটা একা থাকতে চাইছি। আমাদের পুত্রসন্তান, তুমি আমাদের কাছে দেবদূত ছিলে। সারাজীবন তোমাকে ভালোবাসব।’
এরপর মঙ্গলবার ম্যানচেস্টার ইউমনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিয়া রুদ্রিগেজ পুত্রসন্তান হারানোয় শোকাহত। শোকের কারণে রোনান্ডো মঙ্গলবার রাতে লিভারপুলের বিরুদ্ধে খেলবেন না। পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে তিনি পরিবারের পাশে থাকতে চাইছেন। তাঁর সিদ্ধান্তকে ক্লাবের পক্ষ থেকে সমর্থন জানানো হচ্ছে।’