প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে রেসলিংয়ে ঝড় তুললেন এই ভারতীয়, কে এই বীর মহান?

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে রেসলিংয়ে ঝড় তুললেন এই ভারতীয়, কে এই বীর মহান?

নয়াদিল্লি:  ভারতে WWE বেশ জনপ্রিয়৷ টেলেভিশন থেকে ডিজিটাল, WWE ভিডিয়ো বেশ ট্রেন্ডিং৷ আর রেলসিং-এ রিং-এ যদি কোনও ভারতীয় তারকা থাকে, তাহলে তো কথাই নেই৷ WWE-র আকাশে উদীত হয়েছে এমনই এক ভারতীয় নক্ষত্র৷ যাঁর নাম বীর মহান৷ রেসলিং-রিংয়ে আত্মপ্রকাশ করার পর থেকেই বিশ্বের সবচেয়ে আলোচিত WWE  সুপারস্টারদের একজন হয়ে উঠেছেন ৩৩ বছরের এই কুস্তিগীর৷

আরও পড়ুন- ইতিহাস সৃষ্টি, প্রথমবারের জন্য থমাস কাপ জয় ভারতের

ভারতীয় বংশোদ্ভূত বীর মহান WWE-তে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত কোনও রেসলার দুই মিনিটের বেশি তাঁর সামনে দাঁড়াতে পারেননি।  বীর মাত্র ৪০ সেকেন্ডে পরাজিত করেছিলেন ফ্রাঙ্ক লোম্যানকে৷ বেশ কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল ফ্ল্যাঙ্ক৷ কিন্তু বীরের সামনে মাথা তুলতে পারেনি৷ যে ভাবে একজন অভিজ্ঞ খেলোয়ারকে তিনি হারিয়েছিলেন, তা ছিল রীতিমতো প্রশংসা যোগ্য৷ বীরের এই দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় জনগণ সহ গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে।

বীর মহানের আসল নাম রিঙ্কু সিং। উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। ওজন ২৭৫ পাউন্ডের কাছাকাছি। ইতিমধ্যেই WWE-র বেশ কয়েকটা ফাইটে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছেন৷ মনে করা হচ্ছে WWE-র  দুনিয়ায় ভারতের পরবর্তী সুপারস্টার হবেন এই বীরই৷

বীর মহান আসলে উত্তর প্রদেশের গোপীগঞ্জ এলাকার বাসিন্দা। তবে তিনি আমেরিকায় বসবাস করেন। স্ত্রী এবং তিন সন্তান নিয়ে তাঁর পরিবার৷ WWE  রেসলিং দুনিয়ায় পা দেওয়ার আগে তিনি একজন পেশাদার বেসবল খেলোয়ার ছিলেন। বেসবলে তাঁকে একজন পিচারের ভূমিকায় দেখা গিয়েছে৷ এরপর তিনি মার্কিন মুলুকে বেসবল লিগে এন্ট্রি নেওয়ার বহু চেষ্টা করেছিলেন৷ কিন্তু, শেষপর্যন্ত তা সম্ভব হয়নি৷ একজন ভারতীয় হিসাবে এই কাজটা যথেষ্ট কঠিনও ছিল।

তবে অক্লান্ত চেষ্টার পর বীর মহান এবং দীনেশ প্যাটেল Pittsburgh Pirates Organization-য়ে যোগ দিয়েছিলেন। তবে মূলপর্বে খেলার সুযোগ হয়নি বীর ওরফে রিঙ্কুর। এরপর একটি রিয়েলিটি শো’য়ে অংশ নেন বীর মহান।

২০১৮ সালে বেসবল ছাড়ার পর বীর মহান WWE প্রতিযোগিতার রিংয়ে মাথা গলান৷ সেই সময় তাঁকে দিয়ে সই করানো হয়েছিল। শুরুর দিকে কিছু প্রতিবন্ধকতা এসেছিল বটে, তবে শেষ পর্যন্ত মেন রোস্টারে তিনি জায়গা করে নেন। যে তালিকায় জিন্দর মহল এবং শ্যাঙ্কির মতো রেসলাররাও সামিল৷  

অভিষেকের পর থেকে WWE Raw-তে তিনি তাঁর প্রতিটি প্রতিপক্ষকে এককথায় গুঁড়িয়ে দিয়েছেন। তাঁর কাছে পরাজিতদের তালিকায় এখন পর্যন্ত জেফ ব্রুকস, স্যাম স্মাদার, বার্ট হ্যানসেন এবং ফ্রাঙ্ক লোম্যানের মতো সুপারস্টাররা রয়েছে। র-এর সর্বশেষ পর্বে তিনি লোম্যানের মুখোমুখি হন৷ ওই ম্যাচেও জয়ী হয়েছিলেন তিনি৷