Aajbikel

বিশ্বকাপ ফাইনালে কত দর্শক ছিল? ৩৩ দিন পর জানাল FIFA

 | 
মেসি

কলকাতা: ১৮ ডিসেম্বর, ২০২২। এই দিনটা আর্জেন্টিনা তো বটেই বিশ্বব্যাপী মেসি ফ্যানেদের জন্য চির স্মরণীয়। কারণ এইদিনেই কাতার বিশ্বকাপ জিতেছিল নীল-সাদা বাহিনী। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স। ৩-৩ গোলে ড্র হওয়া সেই ম্যাচের ফয়সালা হয়েছিল টাইব্রেকারে। ম্যাচের জন্য স্টেডিয়াম তো পূর্ণ ছিলই, কিন্তু আদতে বিশজুড়ে এই ম্যাচ কত দর্শক দেখেছে? এই নিয়ে কৌতূহল ছিল বৈকি। সেই প্রশ্নের উত্তর বিশ্বকাপ ফাইনালের ৩৩ দিন পর দিয়েছে ফিফা।

আরও পড়ুন- মেসি-রোনাল্ডোর সঙ্গে অমিতাভ! সৌদির মাঠে ফুটবল-বলিউডের মিলিত চমক

গোটা বিশ্বজুড়ে বিশ্বকাপের ফাইনাল যে সংখ্যক দর্শক দেখেছেন তা অবিশ্বাস্য। ফিফা জানিয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের মোট দর্শক ছিল প্রায় ১৫০ কোটি! অর্থাৎ যে কোনও দেশের জনসংখ্যার থেকেও বেশি মানুষ। এই তথ্য অবশ্যই তাজ্জব করার মতো। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা আরও জানিয়েছে, স্টেডিয়ামে খেলা দেখতে হাজির ছিলেন প্রায় ৮৯ হাজার দর্শক। এদিকে, বিশ্বকাপ জুড়ে সমাজমাধ্যমে হওয়া পোস্টের সংখ্যা ৯ কোটি ৩৬ লক্ষ। মোট ২৬,২০০ কোটি মানুষের কাছে সেই পোস্টগুলি পৌঁছেছে। এছাড়াও কাতার বিশ্বকাপে সব স্টেডিয়াম মিলিয়ে খেলা দেখেছেন ৩৪ লক্ষ মানুষ। এটিও একটি অন্য রেকর্ড।

Around The Web

Trending News

You May like