সূর্যে ভয়ঙ্কর বিস্ফোরণ, ৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলল অগ্নিশিখার তাণ্ডব, দেখুন ভিডিয়ো

সূর্যে ভয়ঙ্কর বিস্ফোরণ, ৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলল অগ্নিশিখার তাণ্ডব, দেখুন ভিডিয়ো

কলকাতা: মহাকাশে মহাবিস্ময়৷ পৃথিবীর নিকটতম নক্ষত্রে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা৷ যা এযাবৎকালে ঘটেনি৷ সূর্য থেকে উদ্ভূত হয় একটি বিশাল সৌরশিখা৷ যা নতুন চক্রে উল্লেখযোগ্যভাবে সক্রিয় হতে থাকে৷ ক্রমবর্ধমান এই সানস্পট (যা AR3032) নামে চিহ্নিত) বিস্ফারিত হয়ে এম থ্রি শ্রেণির শিখা তৈরি করে, যা প্রায় ৮ ঘণ্টা স্থায়ী হয়৷ মহাকাশে চক্কর কাটা দুটি মহাকাশযানে ধরা পড়েছে সেই দৃশ্য৷ 

আরও পড়ুন- ছত্রাক দিয়ে চাঁদে তৈরি হবে বাড়ি? নাসার প্রচেষ্টা অব্যাহত! ইতিহাসের সাক্ষী হবে গোটা বিশ্ব

পৃথিবী সহ সৌরমণ্ডলের অন্যান্য গ্রহগুলির দিকে ধেয়ে আসে এই বিশাল অগ্নিশিখা অতিবেগুনি রশ্মির সঙ্গে বায়ুমণ্ডলের শীর্ষকে আয়নিত করে৷ এই ঘটনার প্রভাব পড়ে নীল গ্রহে৷ জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার শর্টওয়েভ রেডিও ব্ল্যাকআউট হয়ে যায়৷ স্পেসওয়েদার ডট কমের একটি রিপোর্টে বলা হয়েছে, ওই এলাকার রেডিও অপারেটররা এক ঘণ্টারও বেশি সময় ধরে ৩০ মেগাহার্জের নীচে ফ্রিকেয়েন্সিতে প্রচারের ক্ষেত্রে অস্বাভাবিক প্রভাব লক্ষ্য করেছে৷ মহাকাশে ঘুরপাক খাওয়া সোলার অ্যান্ড হেলিওস্ফিয়ারিক অবজারভেটরি (SOHO) এই সৌর বিস্ফোরণটি পর্যবেক্ষণ করে৷ জানা গিয়েছে এই বিস্ফোরণ মহাকাশে একটি করোনাল মাস ইজেকশন (সিএমই) নিক্ষেপ করেছে৷ 

সূর্য থেকে নির্গত এই শিখা সুপারহিটেড প্লাজমা মুক্ত করে, যা গতিবেগ ঘণ্টায় কয়েক লক্ষ কিলোমিটার৷ SOHO যখন এই ঘটনার মুহূর্ত ক্যাপচার করে তখন ২০১০ থেকে সূর্যের উপর নজরদারি করা সোলার ডায়নামিক অবজারভেটরি (SDO)-তেও একটি পরিবর্তন লক্ষ্য করে৷ আমেরিকার ন্যশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটি বার্তায় বলা হয়েছে, চলতে সপ্তাহের শেষে পৃথিবীর আরও কাছাকাছি চলে আসবে সিএমই। যা পৃথিবীর চুম্বক মণ্ডলে আঘাত হানবে। শুধু তাই নয়, এটি জি-ওয়ান শ্রণির ভূ-চৌম্বকীয় ঝড়ও উৎপন্ন করবে।

ইন্ডিয়ান ইনস্টিটিউশন অৎ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের অধীনে স্পেস সায়েন্স ইন্ডিয়ার সেন্টার অফ এক্সিলেন্সের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ জুন ডিবিআইএম ফিট ৬৪৫-৯২২ কিমি/ঘণ্টা গতিতে এগিয়ে আসবে৷ আগামী কয়েক দিনের মধ্যে ভূচৌম্বকীয় ব্যাঘাত ঘটতে পারে৷