প্রতি মুহূর্তে লাভার উদগীরণ! হাজার হাজার আগ্নেয়গিরি ফুঁসছে বৃহস্পতির চাঁদে

প্রতি মুহূর্তে লাভার উদগীরণ! হাজার হাজার আগ্নেয়গিরি ফুঁসছে বৃহস্পতির চাঁদে

 কলকাতা:  তারা ঠিক পাশের বাড়ির পড়শী নয়। তবে এক পাড়াতেই বাস। বলা ভালো সৌর মণ্ডলের সতীর্থ। পৃথিবী থেকে মাত্র একটি গ্রহ দূরেই রয়েছে ‘গুরুগ্রহ’ বৃহস্পতি। তাদের মাঝে রয়েছে একমাত্র মঙ্গল। কিন্তু বৃহস্পতিকে নিয়ে শুরু হঠাৎই শোরগোল৷ কিন্তু কেন? আসলে গুরুগ্রহের চাঁদে নতুন ভৌগোলিক ক্রিয়াকর্মের হদিস পেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

আরও পড়ুন-পাঁচ বছরে ১৭৭টি বিদেশী উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইসরো, আয় করেছে হাজার কোটির বেশি

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার পাঠানো মহাকাশযানে সম্প্রতি ধরা পড়েছে বৃহস্পতির উপগ্রহ ইয়ো (আইও)-র অন্দরের ছবি। খুব কাছ থেকে বৃহস্পতির উপগ্রহগুলিকে পর্যবেক্ষণ করছে ‘জুনো’। ইয়ো থেকে প্রায় ৫০ হাজার মাইল দূর থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে নাসার এই মহাকাশ যান৷ সেই ছবিতে বৃহস্পতির এই উপগ্রহের মধ্যে ধরা পড়েছে অসংখ্য আগ্নেয়গিরি। এবং প্রত্যেকটিই জীবন্ত।

এই সকল জীবন্ত আগ্নেয়গিরি থেকে অনবরত গলগল করে বেরিয়ে চলেছে গরম লাভা। ধোঁয়া এবং ছাইয়ে ভরে গিয়েছে উপগ্রহপৃষ্ঠ। গত ৫ জুলাই বৃহস্পতির এই চাঁদের ছবিটি তোলে জুনো৷ সম্প্রতি জুনোর পাঠানো সেই ছবিটিই প্রকাশ করেছে নাসা।

পৃথিবী থেকে জুনোর কার্যকলাপ নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন নাসার গবেষক স্কট বলটন। তিনি বলেন, ‘‘জুনোর পাঠানো ছবিগুলি দেখে আমরা খুবই উচ্ছ্বসিত। প্রতি মুহূর্তেই কিছু না কিছু নতুন তথ্য আমাদের হাতে আসছে।’’ স্কট আরও বলেন, ‘‘মূলত বৃহস্পতির উপর নজরদারি চালাতেই মহাকাশে জুনো-কে পাঠানো হয়েছিল। কিন্তু যে ভাবে এই মহাকাশযানটি গুরুগ্রহের উপগ্রহগুলির উপরেও নজরদারি চালাচ্ছে, তা দেখে আমরা সত্যিই আপ্লুত।’’

বিজ্ঞানীদের কথায়, ইয়ো একপ্রকার আগ্নেয়গিরির দেশ। এই উপগ্রহের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার আগ্নেয়গিরি। যার অধিকাংশই জীবন্ত এবং যা থেকে অনবরত অগ্ন্যুৎপাত ঘটে চলেছে। জুনো এই তথ্য পৌঁছে দিতেই বিজ্ঞানীরা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন ইয়ো-কে৷ কী ভাবে সেখানে অবিরাম অগ্ন্যুৎপাত ঘটে চলেছে, সেই রহস্য উদঘাটনে মরিয়ে হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। 

বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ৷ একে গুরুগ্রহও বলা হয়ে থাকে৷ সূর্য থেকে এই গ্রহের দূরত্ব প্রায় ৭৪ কোটি ৭৭ লক্ষ কিলোমিটার। আর পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭১ কোটি ৫০ লক্ষ কিলোমিটার। এটি পৃথিবীর আকাশে দৃশ্যমান তৃতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক৷ 

বৃহস্পতির একাধিক উপগ্রহ রয়েছে৷ এখনও পর্যন্ত বিজ্ঞানীদের হাতে যে তথ্য রয়েছে, তাতে  বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৮০৷  সৌরজগতের আর কোনও গ্রহের এত বেশি সংখ্যক উপগ্রহ নেই। বৃহস্পতির উপগ্রহগুলির মধ্যে উল্লেখযোগ্য  ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো, হিমালিয়া, এলারা, সিনোপ, ইয়ো, অ্যানানকে, লেদা প্রভৃতি। এই উপগ্রহগুলির উপর যথাসাধ্য নজরদারি চালায় নাসা সহ অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলিও।