Aajbikel

পাঁচ বছরে ১৭৭টি বিদেশী উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইসরো, আয় করেছে হাজার কোটির বেশি

 | 
উপগ্রহ

কলকাতা: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) গত কয়েক বছরে সফলভাবে একাধিক বিদেশী উপগ্রহ উৎক্ষেপণ করেছে। বিদেশি স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্যে দিয়ে কোটি কোটি টাকাও উপার্জনও করেছে ইসরো। বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন মহাকাশমন্ত্রী জিতেন্দ্র সিং। কেন্দ্রীয় মন্ত্রী  রাজ্যসভায় তাঁর বিবৃতিতে বলেন, একের পর এক বিদেশী উপগ্রহ উৎক্ষেপণ করে গত পাঁচ বছরে প্রায় ১১০০ কোটি টাকা আয় করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন।

আরও পড়ুন- গবেষণাগারে তৈরি হবে মানবশিশু, পছন্দ মতো বাছা যাবে গায়ের রং, বুদ্ধিমত্তা! বিজ্ঞানীর ‘ভবিষ্যৎবাণী’ ঘিরে শোরগোল!

ডঃ জিতেন্দ্র সিং আরও জানান, ২০১৮  সালের জানুয়ারি মাস থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, ইজরায়েল, জাপান, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গে সফলভাবে মিশন সম্পন্ন করেছে ইসরো।  মালয়েশিয়া, নেদারল্যান্ডস, কোরিয়া প্রজাতন্ত্র, সিঙ্গাপুর বাণিজ্যিক চুক্তির অধীনে PSLV এবং GSLV MkIII লঞ্চারে ভারত, স্পেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ১৯টি  দেশের ১৭৭টি বিদেশী উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে।


ইসরো তার বাণিজ্যিক অস্ত্রের মাধ্যমে ১৯টি দেশের উপগ্রহ উৎক্ষেপণ করেছে তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, ইজরায়েল, ইতালি, জাপান, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, কোরিয়া প্রজাতন্ত্র, সিঙ্গাপুর, স্পেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র।


এছাড়াও, এন্ড-টু-এন্ড স্পেস কার্যক্রম পরিচালনায় এনজিওগুলিকে প্রচার ও সহায়তা করার জন্য একটি একক-উইন্ডো এজেন্সি হিসাবে IN-SPACe তৈরি করে৷ যা 111 Space-এর সাথে স্টার্ট-আপ সম্প্রদায়ের উল্লেখযোগ্য আগ্রহ তৈরি করে। 


রাজস্ব ও বাণিজ্যিক চুক্তি মোতাবেক PSLV এবং জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV-MKIII, এখন LVM-3 নামে পরিচিত) লঞ্চার থেকে আয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।  রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং একটি লিখিত উত্তরে বলেন, এই উৎক্ষেপণের মাধ্যমে  প্রায় ১১০০ কোটি টাকা (৯৪ মিলিয়ন ডলার বা ৪৬ মিলিয়ন ইউরো) উপার্জন করেছে।


জুলাই মাসের আগে কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)-এ বিদেশী উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে ISRO এখনও পর্যন্ত ১৮৩০ কোটি টাকা উপার্জন করেছে।

চলতি বছরের শুরুতে LVM-3 একটি একক মিশনে ৩৬টি OneWeb উপগ্রহ উৎক্ষেপণ করে৷ সেই সঙ্গে ১৮ নভেম্বর প্রথমবারের মতো একটি ভারতীয় কোম্পানি Skyroot Aerospace  নিজেদের উদ্যোগে Vikram S-কে মহাকাশে পাঠায়। ইসরো  এই মিশনের নাম দেয় 'প্ররম্ভ'।


 

Around The Web

Trending News

You May like