রবিবার কারোর ছায়া পড়বে না বাংলায়! গল্প লাগলেও সত্যি

রবিবার কারোর ছায়া পড়বে না বাংলায়! গল্প লাগলেও সত্যি

কলকাতা: কত কিছুই তো ঘটে এই মহাজাগতিক বিশ্বে। অনেক জিনিসের ব্যাখ্যা থাকলেও প্রচুর কিছুর ব্যাখ্যা হয় না। কিন্তু সেই ঘটনা দেখে মোহিত হন সবাই। এমনই এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে রবিবার। সূর্য থাকলেও কারোর ছায়া দেখা যাবে না রবিবার দুপুরে। গল্প মনে হলেও এটাই সত্যি। আর এই ঘটনা কী ভাবে ঘটবে তার ব্যাখ্যাও দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- চাঁদের মাটিতে মিলতে পারে অক্সিজেন, জ্বালানি! হতে পারে বসতি, দাবি গবেষকদের

জানা গিয়েছে, রবিবার বেলা ১১টা ৩৪ মিনিটে স্পষ্টভাবে এই বিষয়টি বোঝা যাবে। কিছুক্ষণের জন্য পড়বে না কোনও ছায়া। কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অঞ্চল এই ঘটনার সাক্ষী থাকবে বলেই জানান হয়েছে। বিজ্ঞানের ভাষায় এই দিনটিকে বলা হয়, ‘জিরো স্যাডো ডে’। এবার জানতে হবে এমন কেন হয়। তার ব্যাখ্যা অবশ্য আছে। বিষয় হল, এই দিনে একটা নির্দিষ্ট সময়ে সূর্য ঠিক সকলের শীর্ষ অবস্থানে থাকে, অর্থাৎ সবার মাথার ওপর। তাই ওই নির্দিষ্ট সময় টুকু কারোর ছায়া পড়ে না মাটিতে। আর যে সময়ে এই ঘটনা ঘটছে তাকে বলা হয় ‘জিরো স্যাডো মোমেন্ট’। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সময়ে কর্কটক্রান্তি রেখার দক্ষিণে এমনটা ঘটে।

চলতি মাসে রবিবার এই ঘটনা ঘটার পর আবার জুলাই মাসে ৭ তারিখ বেলা ১১টা ৪১ মিনিটে একই ঘটনা ঘটবে। প্রতি বছরই বিভিন্ন দিনে, বিভিন্ন স্থানে এই অদ্ভুত ঘটনা লক্ষ্য করা যায়। কমপক্ষে বছরে দু’বার এমনটা ঘটে বিশ্ব জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =