কলকাতা: মহাকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক মহাসংযোগ৷ একই রেখায় আসতে চলেছে পৃথিবীর চাঁদ, গুরু গ্রহ বৃহস্পতি ও পৃথিবীর পড়শি গ্রহ শুক্র৷ মহাকাশে সম্মিলিত হয়ে তারা ত্রিভুজের রূপ নেবে বলেই বিজ্ঞানীদের দাবি।
আরও পড়ুন- মহাকাশ থেকে কেমন দেখতে লাগে কলকাতাকে? কেমনই বা দেখতে বাংলাদেশ? ছবি দেখালেন বিজ্ঞানীরা
মহাকাশে এই মহাজাগতিক মহাসম্মিলনের খবরটি প্রকাশ্যে এনেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, রাতের আকাশে খুব কাছাকাছি একসঙ্গে দেখা যাবে তিন জ্যোতিষ্ককে৷ কিন্তু কবে ঘটবে এই মহাজাগতিক মহাসম্মিলন? জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ১ মার্চ এই মহাজাগতিক মহাসম্মিলন হতে চলেছে। খুব কাছাকাছি চলে আসবে চাঁদ, বৃহস্পতি ও শুক্র। ফলে আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র৷
এমনিতে সন্ধ্যাতারাকে বা শুক্রগ্রহকে প্রতিদিনই রাতের আকাশে দেখা যায়। তবে বৃহস্পতির সঙ্গে এক সারিতে দেখার সুযোগ বিরল। ফেব্রুয়ারির শুরুর দিকে দুই গ্রহের মধ্যে দূরত্ব ছিল ২৯ ডিগ্রির। মাসের শেষে সেই দূরত্ব কমিয়েই তা হবে মাত্র ২.৩ ডিগ্রি। সারা পৃথিবী থেকেই এই মহা সংযোগ দেখা যাবে বলে জানানো হয়েছে৷
Venus and Jupiter will be joined by the crescent Moon in a splendid scene soon after sunset this evening, 22 February (viewing weather permitting 😉)
(pic: @AstronomyNow) https://t.co/4kBycZjze0 pic.twitter.com/TuLEIOX4Ct
— ESA (@esa) February 22, 2023
এই মহা-সংযোগ আসলে কী? জ্যোতির্বিজ্ঞানীদের কথায়, সৌরমণ্ডলের দুই হোমড়া চোমড়া গ্রহ এবং পৃথিবীর একমাত্র উপগ্রহটি এক সঙ্গে প্রায় একই সরলরেখায় চলে আসে৷ এটা মোটেই সহজ বিষয় নয়। গ্রহ-উপগ্রহকে একই সঙ্গে কাছাকাছি বা একই রেখায় দেখতে পাওয়ার ব্যাপারটাও বেশ ভাগ্যের ব্যাপার। কারণ এদের সকলেরই কক্ষপথ আলাদা, কক্ষপথের গতি, সূর্য থেকে দূরত্বও ভিন্ন। তবে তারা সকলেই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে৷ আর সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে ঠিক কোন সময় এরা একসঙ্গে কাছাকাছি ধরা দেবে সেটা বলা সম্ভব নয়। কখনও এই সংযোগ হতে ৪০০ বছরও সময় লেগে যায়৷ কখনও আবার তারও বেশি সময় লাগে। মহাকাশে যখন এই সংযোগ ঘটে সেই মুহূর্তটাকেই বিরলতম বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা। চাঁদ-বৃহস্পতি-শুক্রের কাছাকাছি আসার ঘটনাটাও ঠিক তাই। এই মহাজাগতিক ঘটনাকেই বিরল মহাজাগতিক মহামিলন বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>