মহাকাশ থেকে কেমন দেখতে লাগে কলকাতাকে? কেমনই বা দেখতে বাংলাদেশ? ছবি দেখালেন বিজ্ঞানীরা

মহাকাশ থেকে কেমন দেখতে লাগে কলকাতাকে? কেমনই বা দেখতে বাংলাদেশ? ছবি দেখালেন বিজ্ঞানীরা

লন্ডন: পৃথিবী থেকে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন বহু মানুষ৷ টেলিস্কোপে চোখ রেখে বিজ্ঞানীরা খুঁজে বেরান নতুন নতুন নক্ষত্র-গ্রহ কিংবা গ্রাণুদের৷ মহাকাশে লুকানো হাজারো রহস্যের সমাধানে চেষ্টায় থাকে অনুসন্ধিৎসু মন৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়? সেই ছবিই এবার প্রকাশ্যে আনলেন বিজ্ঞানীরা। ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি মহাকাশ থেকে ভারতের ছবি তুলে পাঠিয়েছেন। তাতে শুধু কলকাতাই নয়, ধরা পড়েছে বাংলাদেশের ছবিও।

আরও পড়ুন- ভ্যাম্পায়ার ট্রিটমেন্টে বাড়বে যৌবনের স্থায়িত্ব! আশার আলো গবেষণায়

মহাকাশ থেকে তোলা সেই ছবিতে দেখা গিয়েছে, ভারতের পূর্ব প্রান্তে মূলত সবুজের আধিক্য। সেই সঙ্গে নদীর হালকা রেখাও ধরা পড়েছে৷  মহাকাশ থেকে তোলা ছবিটির একেবারে কেন্দ্রে রয়েছে শহর কলকাতা। ২০৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহর মহাকাশ থেকে তোলা ছবিতে শুধুই ধূসর বর্ণের একটি ছোপ৷ তার ঠিক পাশ দিয়ে বয়ে যাওয়া হুগলি নদী যেন সাদা একটি রেখা৷ 

কলকাতা শহরের ডান দিকে রয়েছে পড়শি বাংলাদেশ৷ শস্য শ্যামলা সেই দেশের ছবিও ধরা পড়েছে বিজ্ঞানীদের ক্যামেরায়। তাতে দেখা গিয়েছে, বাংলাদেশের অধিকাংশই সবুজ। তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের নীল রঙের আঁকিবুঁকি৷ আসলে ওই নীল অংশগুলিতে রয়েছে নদী ও জলাশয়ের আধিক্য। ছবিতে একটি খয়েরি রঙের আভাও ধরা পড়েছে। এটি আর কিছু নয়, চাষের বিস্তীর্ণ ক্ষেত্র৷ যা খয়েরি রঙে ধরা পড়েছে।

কলকাতা

মহাকাশ থেকে তোলা ওই ছবির এক কোণায় ধরা পড়েছে সুন্দরবন। ছবির সঙ্গে একটি বিবৃতিতে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা লিখেছে, ‘‘এটি সুসংরক্ষিত জঙ্গলকে ওয়ার্লড হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। এই জঙ্গলই ব়য়্যাল বেঙ্গল টাইগারের আঁতুড়ঘর। এখানে রয়েছে বিশাল ম্যানগ্রোভ জঙ্গল।’’

জানা গিয়েছে, ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থার কোপারনিকাস সেন্টিনেল ২ মিশনের মাধ্যমে কলকাতা এবং বাংলাদেশের এই ছবি লেন্স বন্দি হয়েছে। শুধু কলকাতা কিংবা বাংলাদেশ নয়, এই মিশনে মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছবি তোলা হয়েছে। পৃথিবীর আকৃতি মহাকাশ থেকে ঠিক কেমন দেখায়, সময়ের সঙ্গে সঙ্গে তা কতটা বদলাচ্ছে, তা বোঝার জন্যেই এই সকল ছবি তোলে এই মিশনের অধীনে থাকা উপগ্রহগুলি।

প্রসঙ্গত, মহাকাশ থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীকে নানা রূপে দেখা যায়৷ তবে সবচেয়ে বেশি চোখে পড়ে নীল রং৷ অনেক দূর থেকে পৃথিবীকে নীল বিন্দু মতো লাগে৷