এবার মহাকাশে ঘুরতে যেতে পারেন আপনিও! ব্যবস্থা করছে ইসরো, কিন্তু খরচ কত জানেন?

এবার মহাকাশে ঘুরতে যেতে পারেন আপনিও! ব্যবস্থা করছে ইসরো, কিন্তু খরচ কত জানেন?

বেঙ্গালুরু: আকাশপানে চেয়ে রাত কাটে বহু মানুষের। সাধ জাগে ডানা মেলে উড়ে যাওয়ার৷ কিন্তু তা তো আর সম্ভব নয়৷ বড় জোড় বিমানে সওয়ার হয়ে ভাসা যায় মেঘের দেশে৷ মহাকাশ তো শুধুই কল্পনা৷ এই স্বপ্ন পূরণ করতে পারেন কেবল মহাকাশচারীরাই৷ যাঁরা মহাকাশ যানে চেপে পাড়ি দেন দূরদূরান্তে৷ তবে সেই দিন বুঝি এবার ফুরালো৷ এবার আপনিও পেয়ে যেতে পারেন মহাকাশ ভ্রমণের সুযোগ৷ সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে শুধু বিদেশ বিভুঁইয়ে নয়, ঘুরতে যেতে পারবেন মহাকাশেও। তেমনটাই জানালেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর আধিকারিকেরা। এই সুবর্ণ সুযোগ পেতে আর বেশি দেরি নেই৷ ২০৩০ সালের মধ্যেই মহাকাশে ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। 

আরও পড়ুন- প্রথমবার এত স্পষ্টভাবে সূর্যরশ্মি দেখা গেল মঙ্গলে, ছবি হল ভাইরাল

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ভারত মহাকাশ পর্যটন বা ‘স্পেস ট্যুরিজম’ নিয়ে যে পরিকল্পনা করেছিল, তা অনেক দূর এগিয়েছে৷ এমনকি, মহাকাশ ভ্রমণ করার জন্য রকেটের টিকিটের মূল্যও নির্ধারণ করা হয়েছে। এস সোমনাথ আরও বলেন, ‘‘আগামী দিনে যে কেউ নিজেদের মহাকাশচারী হিসাবে পরিচয় দিতে পারবেন। স্পেস ট্যুরিজম নিয়ে আমাদের কাজ পরিকল্পনামাফিক অগ্রসর হচ্ছে। বিশ্বে ব্লু অরিজিন, ভার্জিন গ্যালাকটিক যে সংস্থাগুলি মহাকাশে ভ্রমণ করায়, তাঁদের টিকিটের মূল্য সাপেক্ষেই টিকিটের দাম নির্ধারণ করেছে ইসরো।’’  জানেন মহাকাশ সফরের জন্য কতটা খসবে গাঁটের কড়ি? 

এস সোমনাথ জানিয়েছেন, ‘‘রকেটে একটি টিকিটের দাম ৬ কোটি টাকার কাছাকাছি রাখা হবে৷ আপাতত তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ বিশ্বমানের পরিসেবার কথা মাথায় রেখেই এই দাম নির্ধারিত হয়েছে৷ তবে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় উড়বে ই রকেট? এই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি ইসরোর প্রধান৷ ফলে উচ্চতা নিয়ে এখনও ধোঁয়াশায় পর্যটকরা৷ তবে মনে করা হচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতা থেকে ৪০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত রকেটটিকে নিয়ে যাওয়া হতে পারে। প্রায় ১৫ মিনিট মহাকাশে থাকতে পারবেন পর্যটকরা। ২০৩০ সালের মধ্যেই মহাকাশ সফরের সুযোগ পাবেন মহাকাশপ্রেমীরা৷ ফলে অপেক্ষা আর মাত্র সাত বছরের৷