Aajbikel

প্রথমবার এত স্পষ্টভাবে সূর্যরশ্মি দেখা গেল মঙ্গলে, ছবি হল ভাইরাল

 | 
mars

ওয়াশিংটন ডিসি: এর আগে যা হয়নি, তাই হল। প্রথমবার মঙ্গল গ্রহ থেকে এত স্পষ্টভাবে সূর্যরশ্মি দেখা গেল। সেই অভূতপূর্ব ছবি বিশ্ববাসীর সঙ্গে শেয়ার করেছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা। যে ছবি শেয়ার করা হয়েছে তা দেখে মুগ্ধ হতেই হয়। আগে এই ধরনের ছবি প্রকাশ্যে এলেও মঙ্গল গ্রহ থেকে এত ভালোভাবে এবং পরিষ্কারভাবে সূর্যরশ্মি চোখে পড়েনি। এবার পড়ল।

আরও পড়ুন- দাদা যেন ‘ডন’! মোনা ডার্লিং-এর সঙ্গে এ কি করছেন সৌরভ?

নাসার তরফে জানানো হয়েছে, গত ২ ফেব্রুয়ারি সূর্যের রশ্মির দৃশ্য ক্যামেরাবন্দি করেছে তাদের মঙ্গলযান কিউরিওসিটি রোভার। যখন সূর্যাস্ত হচ্ছিল, তখন মেঘের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছিল। সেই সময়ের ছবিই ধরা পড়ে নাসার ক্যামেরাতে। পৃথিবীতে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য মেঘের ওপর সমীক্ষা চালানো হয়। ঠিক তেমনই কাজ করা হচ্ছে মঙ্গল গ্রহে। লাল গোলায় গোধূলি সময় মেঘের ওপর এই সমীক্ষা চালানোর কাজ করছে নাসা, আর ঠিক সেই সময়ই এই মুগ্ধ করার মতো ছবি সামনে এসেছে।

জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে এমন কিছু সমীক্ষার কাজ নাসা শুরু করেছিল লাল গ্রহে। তা মার্চের মাঝামাঝি সময় শেষ হতে চলেছে। মেঘের গঠন নিয়ে বিস্তারিত তথ্য এই সমীক্ষার দ্বারা পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে। তা থেকে মঙ্গল গ্রহের আবহাওয়া এবং জলবায়ুর প্রকৃতি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেতে পারে নাসা। 

Around The Web

Trending News

You May like