স্পিতি উপত্যকার হিমবাহগুলি ‘মৃত্যু’র মুখোমুখি! ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা

স্পিতি উপত্যকার হিমবাহগুলি ‘মৃত্যু’র মুখোমুখি! ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা

সিমলা: তাপমাত্রা বাড়ছে পৃথিবীর। অনেক সময় আগে থেকেই এই কথা শুনে আসছে সকলে কিন্তু কারোর কোনও ভ্রুক্ষেপ হচ্ছে কি? এটাই সবথেকে বড় প্রশ্ন। বিশ্ব উষ্ণায়ন নিয়ে যে চিন্তা প্রকাশ করা হয়েছে বা এখনও হচ্ছে তা নিয়ে কারোর কোনও মাথাব্যাথা হচ্ছে না। কিন্তু পরিস্থিতি যে সত্যিই ভীষণ খারাপ দিকে যাচ্ছে তা আরও একবার প্রমাণ দিচ্ছে হিমাচলের স্পিতি ভ্যালি। কারণ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, এই এলাকার হিমবাহগুলি ‘মৃত্যু’র কাছাকাছি আসছে ধীরে ধীরে। অর্থাৎ বরফ গলতে শুরু করেছে ব্যাপক হারে।

আরও পড়ুন- আকাশ জুড়ে রং-এর খেলা! রামধনু, না অন্যকিছু? প্রকৃতির রহস্যে হতবাক মানুষ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের একটি দল স্পিতি ভ্যালিতে কিছু হিমবাহের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহে গিয়েছিল। তারাই জানাচ্ছে যে, এই এলাকার হিমবাহগুলি এক বছরে এক মিটার হারে বরফ হারাচ্ছে। দাবি করা হচ্ছে, উচ্চ তাপমাত্রা এবং অতিরিক্ত তুষারপাত হ্রাসের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তাপমাত্রার বৃদ্ধির কারণেই এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে স্পিতির হিমবাহগুলি। স্থানীয় বাসিন্দাদের মতে, বিগত কয়েক বছরে তুষারপাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং বরফ খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে স্পিতিতে। ফলে জলের আকাল মাঝে মধ্যে দেখা যায় কারণ এইসব গ্রাম মূলত জলের জন্য হিমবাহের ওপর নির্ভর করে। কিন্তু অতি দ্রুত হিমবাহের গলনের ফলে সমস্যা বাড়ছে।

একাধিক রিপোর্ট ইতিমধ্যেই বলেছে যে চলতি বছর সার্বিকভাবে বিশ্বের তাপমাত্রা বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভারত ও পাকিস্তানে মার্চ-এপ্রিলে তাপপ্রবাহের মাত্রা প্রায় ৩০ গুণ বেশি ছিল। তাই অনুমান করা হচ্ছে, নির্দিষ্ট সময়ে তুষারপাত না হওয়া বা সময়ের আগে তুষার গলে যাওয়া এই জলবায়ুর বিরাট পরিবর্তনের ওপরই নির্ভর করেছে। সাম্প্রতিক তথ্যে এও উঠে এসেছে যে, স্পিতি এলাকার হিমবাহগুলি বেশি সংবেদনশীল এবং তার ওপরই তুলনামূলক বেশি প্রভাব পড়ছে। বিশ্বের অন্যত্রের তুলনায় হিমালয় অঞ্চলে আবার বেশি মাত্রার উষ্ণতা ধরা পড়েছে বলেও জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 7 =