৫৯ বছর পর দূরত্ব কমাচ্ছে বৃহস্পতি! আসছে পৃথিবীর সবথেকে কাছে

৫৯ বছর পর দূরত্ব কমাচ্ছে বৃহস্পতি! আসছে পৃথিবীর সবথেকে কাছে

কলকাতা: মহাকাশ নিয়ে কম-বেশি সকল মানুষের একটা কৌতূহল আছে। এই মহাজাগতিক বিশ্বে কী ঘটছে, কেমনভাবে ঘটছে তা জানার ইচ্ছা তাড়িয়ে বেড়ায় অনেককেই। বিশেষত, এই পৃথিবীর বাইরের জগত, মহাকাশ, গ্রহ নিয়ে মানুষের প্রশ্ন কিছু কম নয়। তাই ছোট থেকে বড় যে কোনও রকম খবরই আমাদের সকলের উত্তেজনা বাড়িয়ে দেয়। ঠিক যেমন এখন একটি খবর সাধারণ মানুষের বুকের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছে। কারণ পৃথিবী থেকে নিজের দূরত্ব কিছুটা কমাচ্ছে বৃহস্পতি গ্রহ। দীর্ঘ প্রায় ৬০ বছর পর আবার সে আসছে পৃথিবীর সবচেয়ে কাছে।

আরও পড়ুন- সূর্যের গায়ে মৌচাকের মতো এগুলি কী! শক্তিশালী সোলার টেলিস্কোপে ধরা পড়া ছবিতে বাড়ছে রহস্য

সোমবার পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসছে বৃহস্পতি৷ কপক্ষপথের অবস্থান অনুযায়ী সাধারণত পৃথিবী থেকে বৃহস্পতির সর্বাধিক দূরত্ব ৬০ কোটি মাইল। তবে এদিন নীল গ্রহ থেকে ‘গুরু’ বৃহস্পতির দূরত্ব থাকবে ৩৬.৫ কোটি মাইল। গত ৫৯ বছরে এই প্রথম পৃথিবীর এত কাছাকাছি চলে আসছে বৃহস্পতি। এর আগে ১৯৬৩ সালে পৃথিবীর প্রায় এত কাছে এসেছিল এই গ্রহ। মার্কিন মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এমন তথ্যই দিয়েছে। আসলে প্রতি ১৩ মাস অন্তর পৃথিবীর ঠিক বিপরীত অবস্থানে বিরাজ করে বৃহস্পতি। অর্থাৎ পশ্চিম দিকে সূর্যাস্ত ঘটলে, পূর্বে থাকে বৃহস্পতি। ফলে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরে বৃহস্পতিকে বড় দেখায়।

নাসা জানিয়েছে, ভাল দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে সোমবার বৃহস্পতিকে শুধু স্পষ্ট ভাবে দেখাই যাবে না, তাকে জড়িয়ে থাকা বাষ্পীয় বলয়ও (অন্তত মাঝখানের বলয়টি) স্পষ্ট দেখা যাবে। বৃহস্পতির দক্ষিণ গোলার্ধে একটি লাল বিন্দু রয়েছে৷ যা বৃহত্তম সৌরঘূর্ণি বলে পরিচিত। বিগত ৩০০ বছর ধরে একই ভাবে সেটিকে দেখে আসছেন বিজ্ঞানীরা। আজ রাতভর এমন দৃশ্যের দেখা মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *