‘উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে বিহারের মানুষ’ টুইটে শুভেচ্ছা মোদীর

‘উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে বিহারের মানুষ’ টুইটে শুভেচ্ছা মোদীর

নয়াদিল্লি: টানটান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিহার বিধানসভা নির্বাচনে জয়ী এনডিএ জোট৷ কার্যত বিজেপি’র রথে চড়েই ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নীতীশ কুমার৷ বুধবার ভোরে ভোটের চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার আগেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিহারের মানুষ ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিয়েছে৷ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন তাঁরা৷ 

আরও পড়ুন- মোদী ঝড়ে বিহারের মসনদে এনডিএ জোট,  মহাজোটের রথ থামল ১১০-এ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারে বিজেপি-জেডিইউ জোটের জয় ঘোষণার কয়েক মুহূর্ত আগেই হিন্দিতে এই টুইট করেন নমো৷ তিনি টুইটে বলেন, ‘‘বিহার বিশ্বকে গণতন্ত্রের প্রথম পাঠ দিয়েছে৷ আজ বিহার সারা বিশ্বকে আরও একবার দেখিয়ে দিয়েছে কী ভাবে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা যায়৷ বিহারের রেকর্ড সংখ্যক দরিদ্র, বঞ্চিত মানুষ এবং মহিলারা ভোট দিয়েছেন৷ উন্নয়নের পক্ষে তাঁরা সিদ্ধান্তমূলক মত প্রকাশ করেছে৷’’ তিনি আরও বলেন, ‘‘দরিদ্র গ্রামবাসী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার থেকে শুরু করে বিহারের বিভিন্ন স্তরের মানুষ এনডিএ-র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস মন্ত্রে আস্থা রেখেছে৷ বিহারের প্রতিটি অঞ্চলে, প্রত্যেক ব্যক্তির সামঞ্জস্যপূর্ণ বিকাশের লক্ষ্যে আমরা কাজ করে যাব৷ আমি বিহারের জনগণকে আস্বস্ত করছি৷’’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিহারের তরুণ সমাজ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিহারের জন্য নতুন দশকের সূচনা হবে৷ তৈরি হবে সাবলম্বী বিহারের রোডম্যাপ৷ বিহারের যুব সমাজ তাঁদের শক্তি এবং এনডিএ-র সংকল্পে বিশ্বাস রেখেছে৷ এই যুব শক্তি আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করার জন্য এনডিএ-কে উদ্বুদ্ধ করেছে৷ বিহারের প্রত্যেক মানুষ বুঝিয়ে দিয়েছে, তাঁরা উচ্চাকাঙ্খী৷ উন্নয়নই তাঁদের একমাত্র অগ্রাধিকার৷ ১৫ বছর সুশাসনের আশীর্বাদ পেয়েছে এনডিএ৷ বিহার বুঝিয়ে দিয়েছে তার স্বপ্ন কী, তার আশা কী৷’’ 

আরও পড়ুন- নন্দীগ্রামে শুভেন্দু, সিঙ্গুরে ‘মাস্টারমশাই’! ভোটের আগে জোড়া অস্বস্তি তৃণমূলে!

প্রসঙ্গত, ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ জোট পেয়েছে ১২৫টি আসন৷ ম্যাজিক ফিগার ১২২৷ এনডিএ জোটে বিজেপি একাই পেয়েছে ৭৪টি আসন৷ জেডিইউ পেয়েছে ৪৩টি আসন৷ মহাগাটবন্ধনের রথ থেমেছে ১১০ এ৷  তবে একক সংখ্যাগরিষ্ঠ দল তেজস্বী যাদবের আরজেডি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =