বিহার ভোটে তারুণ্যের ঝড়, বিকাশ পুরুষকে পিছনে ফেলে এগিয়ে মহাগাটবন্ধন

বিহার ভোটে তারুণ্যের ঝড়, বিকাশ পুরুষকে পিছনে ফেলে এগিয়ে মহাগাটবন্ধন

পাটনা: বিহারে নির্বাচনী রণক্ষেত্রের ফল ঘোষণা আজ৷ সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা৷ গণনা শুরু হতেই লিড নিয়ে নেন তেজস্বী যাদব৷ তেজস্বীর তারুণ্যে ভর করে এগিয়ে ‘মহাগাটবন্ধন’৷ ট্রেন্ডে পিছিয়ে পড়েছেন বিহারের ‘বিকাশ পুরুষ’৷ ৫৫টি কেন্দ্রের উপর বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের৷ 

আরও পড়ুন- রাস্তার ধারে খাবার বিক্রি করছেন ৭০-এর ‘বেবে’, সাহায্যের অনুরোধ অভিনেতার

সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এগিয়ে রয়েছে ‘মহাগাটবন্ধন’ জোট৷ দ্বিতীয় স্থানে রয়েছে এনডিএ৷ রাজনীতির কারবারিরা বলছেন, তারুণ্যের ঝড় তুলে  বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিহারের মসনদে বসতে চলেছেন লালুপুত্র৷ তবে লড়াই হয়েছে বেশ জোড়দার৷ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং আরজেডি নেতৃত্বাধীন ইউপিএ শিবিরের মধ্যে কড়া টক্কর চলছে৷ চতুর্থবারের জন্য ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছেন নীতীশ কুমার৷ কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে, আগামী পাঁচ বছরের জন্য বিহারের দায়িত্ব তেজস্বীর হাতেই দিতে চাইছে রাজ্যের মানুষ৷ তেজস্বী জয়ী হলে তিনিই হবেন দেশের সর্ব কনিষ্ঠ মুখ্যমন্ত্রী৷ আরজেডি’র শক্ত ঘাঁচি রাঘোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি৷ এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন তিনি৷ আর কিছুক্ষণের মধ্যেই ছবি পরিষ্কার হয়ে যাবে৷ ২৪৩ টি আসনে চলছে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা৷ ৫৫টি কেন্দ্রে হচ্ছে ভোট গণনা৷ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলতে চলেছে বলেই ধারণা৷ 

আরও পড়ুন- অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ হাইকোর্টের! আপাতত জেলেই অর্ণব

* রাঘোপুরে এগিয়ে তেজস্বী যাদব৷ 
* জেহানাবাদ কেন্দ্রে এগিয়ে গিয়েছে তেজপ্রতাপ যাদব৷ 
*  শেখপুরায় এগিয়ে জেডি(ইউ)-এর রণধীর সোনি। 
* এগিয়ে রয়েছে ডেডিইউ’র সাতবারের বিধায়ক বিজেন্দ্র প্রসাদ যাদব৷ সুপাউল থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি৷ 
* রামনগর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থা ভাগীরথি দেবী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =