Aajbikel

রাস্তার ধারে খাবার বিক্রি করছেন ৭০-এর 'বেবে', সাহায্যের অনুরোধ অভিনেতার

বাঁচার জন্য লড়াই করতে হয় সকলকে।
 | 
রাস্তার ধারে খাবার বিক্রি করছেন ৭০-এর 'বেবে', সাহায্যের অনুরোধ অভিনেতার

জলন্ধর: জীবন হল যুদ্ধক্ষেত্র। বাঁচার জন্য লড়াই করতে হয় সকলকে। ৭০ বছরের এই বৃদ্ধা যেন সেটাই আরো একবার বুঝিয়ে দিচ্ছেন চোখে আঙ্গুল দিয়ে। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার ধারে বসে খাবার বানাচ্ছেন  এক সত্তরোর্ধ্ব বৃদ্ধা। সেই ভিডিও দেখেই নেট পাড়ায় হইচই পড়ে গিয়েছে। ঐ বৃদ্ধার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন বিখ্যাত গায়ক এবং অভিনেতা দিলজিত দোসাঞ্জ।

জলন্ধরের পাগওয়ারা গেট মার্কেটের সামনে রাস্তার একপাশে এই বৃদ্ধার ছোট্ট খাবারের স্টল। তাকে সবাই 'বেবে জি' বলেই চেনে। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, নিজের রোজগারের লড়াই সম্পর্কে কথা বলছেন তিনি। জানাচ্ছেন, অন্যান্য সব হোটেল এবং রেস্তোরাঁর থেকে কম দামে খাবার বিক্রি করেন তিনি। পরোটা এবং সবজির পাশাপাশি রুটি, ডালও বিক্রি করেন বেবে জি।


 

এই বৃদ্ধার ভিডিও শেয়ার করেছেন বিখ্যাত গায়ক এবং অভিনেতা দিলজিত দোসাঞ্জ। তার শেয়ার করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। ভিডিওতে বৃদ্ধা আরও জানিয়েছেন, স্বামী মারা যাবার পর ছেলে মেয়েদের বড় করে তুলতে এই খাবারের স্টল দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এখনো জীবন যুদ্ধে বাঁচার লড়াই জারি রয়েছে তার। ভিডিও শেয়ার হওয়ার পর আরও জানা গিয়েছে, এই বৃদ্ধা বিগত ১৫ বছর ধরে একই জায়গায় খাবার বিক্রি করে আসছেন। 

Around The Web

Trending News

You May like