করোনাকালে কোভিড বিধি মেনে ভোট দেওয়ার আর্জি নমোর

করোনাকালে কোভিড বিধি মেনে ভোট দেওয়ার আর্জি নমোর

পাটনা: কোভিড প্রোটোকল মেনে বিহারে শুরু প্রথম দফার নির্বাচন৷ ২৪৩টি আসনের মধ্যে বুধবার ৭১টি আসনে হবে ভোটগ্রহণ পর্ব৷ নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এই বছর বিহারে ভোটারের সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ৷ এর মধ্যে ১.১ কোটি মহিলা এবং ৫৯৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ৷ করোনা পরিস্থিতির মধ্যে দেশে এটাই সবচেয়ে বড় নির্বাচন৷ নিউ নর্মালে কোভিড প্রোটোকল মেনে ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

আরও পড়ুন- চতুর্থবার ফের ক্ষমতায় নীতীশ? নাকি উঠবে পরিবর্তনের ঝড়, ভোট শুরু বিহারে

বুধবার সকালে টুইট করে নমো বলেন, ‘‘বিহার বিধানসভা নির্বাচনে আজ প্রথম দফার ভোট গ্রহণ৷ সতর্কতা মেনেই গণতন্ত্রের এই উৎসবে যোগ দেওয়ার জন্য সকল ভোটারের কাছে অনুরোধ জানাচ্ছি৷ দুই গজ দূরত্ব মনে চলুন৷ মাস্ক পড়ুন৷ মনে রাখবেন, প্রথমে ভোট দিন, তার পর জল খান!’’ এদিন সকালে টুইট করেন নীতীশ কুমারও৷ তিনি বলেন, ‘‘গণতন্ত্রে ভোটদান শুধু অধিকার নয়, এটি একটি দায়িত্বও৷ আজ ৭১টি আসনে প্রথম দফার নির্বাচন৷ আপনি যদি এই এলাকায় ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভোট দিন৷ আপনার একটা ভোট বিহারকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে৷ বিহারকে উন্নত রাজ্য করে তুলবে৷’’ 

আরও পড়ুন- আজ নীতিশের ৮ মন্ত্রির ভাগ্য নির্ধারণ! নিউ নর্মাল নির্বাচনে বাড়ছে দূরত্ব

 

এদিকে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এইবার প্রতিটি বুথে সর্বাধিক ভোটার সংখ্যা ১ হাজার ৬০০ থেকে কমিয়ে ১ হাজার করা হয়েছে। ৮০ বছরের বেশি মানুষদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। ভোটকেন্দ্র ও ইভিএম স্যানিটাইজেশনের ব্যবস্থাও রয়েছে৷ এছাড়াও থাকছে থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা। বুথের প্রবেশ এবং বেরনোর পথে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানের ব্যবস্থা। ভোট কেন্দ্রে ঢুকতে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ বিহারে পরবর্তী দু’দফার ভোট ৩ ও ৭ নভেম্বর। ১০ নভেম্বর হবে ফল ঘোষণা। চতুর্থবার  নীতীশ কুমার ক্ষমতায় ফিরবেন, নাকি লালু-পুত্র তেজস্বী যাদব বসবেন বিহারের কুর্সিতে? সেই উত্তর মিলবে ১০ তারিখেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =