Aajbikel

মাঝ রাস্তায় বাইক ফেলে উদ্দাম নাচ ডেলিভারি বয়ের! নাচের স্টেপে মত্ত নেটিজেনরা

 | 
dance

হায়দরাবাদ: প্রতিদিন নানা ঘটনা ঘটে চলেছে আমাদের চারিপাশে৷ তার মধ্যে বেশ কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ এর আগে অনলাইন খাবার ডেলিভারি সংস্থার বেশ কিছু কর্মীর ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ এবারও তেমনটাই হল৷ তবে এখানে রয়েছে একটা চমক৷ প্রকাশ্য রাস্তায় নেচে ভাইরাল হলেন জোমাটের এক ডেলিভারি এগজিকিউটিভ৷ 

আরও পড়ুন- মধ্যরাতে কেঁপে উঠল অমৃতসর! এক সপ্তাহে এই নিয়ে তিন বার ভূমিকম্প উত্তর ভারতে

দিনভর কাজ আর কাজ৷ খাবার নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেরাতে হয় ওঁদের৷ তারই মাঝে একটু আনন্দ খুঁজে নেওয়া। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো। যেখানে এক জোমাটো ডেলিভারি এগজিকিউটিভকে ব্যস্ত রাস্তার উপর নাচতে দেখা গিয়েছে৷ দুর্দান্ত এই নাচের ভিডিয়োটি পোস্ট হতেই নিমেষের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।ওই ভিডিয়োটিতে দেখা যায়, ওই ডেলিভারি বয় রাস্তার ধারে বাইক পার্ক করছেন৷ এর পর হঠাৎ করেই তিনি মাঝ রাস্তায় এসে ক্যামেরার সামনে নাচতে শুরু করেন। তাঁর নাচের প্রতিভা নেটিজেনদের মুগ্ধ করেছে। একজন পেশাদার শিল্পীর মতোই নেচেছেন তিনি৷ তাঁর নাচ দেখে অনেকেই বাহবা দিয়েছেন। মাস্ক নামক এই টুইটার ইউডার এই ভিডিয়োটি শেয়ার করেন। ওই ডেলিভারি এগজিকিউটিভের প্রতিভা দেখে যখন একদল মানুষ পঞ্চমুখ৷ অনেকেই তাঁকে ফুড ডেলিভারির বদলে নাচ নিয়ে নিজের কেরিয়ার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। অনেকে আবার তাঁকে ড্যান্স ইন্ডিয়া ড্যান্সে অংশগ্রহণ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন৷


তবে, বেশকিছু নেটিজেন এই ভিডিয়োটি দেখে বিরক্ত। খাবার ডলিভারি করার বদলে রাস্তায় দাড়িয়ে তাঁর এই নাচ ভালো চোখে দেখেননি৷ তাঁর এই কাণ্ডে গ্রাহকদের কাছে ঠাণ্ডা খাবার পৌঁছোবে বলেই অভিযোগ করেছেন এই ইউজার৷ ঘটনাটি কোথাকার তা ভিডিয়ো থেকে জানা না গেলেও, বেশ কিছু নেটিজেন বলছেন, এটি হায়দরাবাদের বনস্থলিপুরমের পানামা গোডাউনের কাছাকাছি একটি রাস্তায় তোলা হয়েছে। 


 

Around The Web

Trending News

You May like